গলুই
৯ মাস পর দেশে ফিরলেন শাকিব খান
দীর্ঘ নয় মাস পর বুধবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর ১টায় (স্থানীয় সময়) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি।
বিমান বন্দরে ঢালিউড সুপারস্টারকে বরণ করে নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ভক্ত উপস্থিত হন। এসময় পুরো বিমানবন্দর এলাকা এবং উত্তরা ও বনানীসহ রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
অবতরণের পর শাকিব খান সাংবাদিকদের বলেন, ‘প্রিয় ভক্তদের কাছ থেকে এই ব্যাপক ভালোবাসা পেয়ে আমি বাকরুদ্ধ।’
এর আগে সোমবার শাকিব খান নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
সেখানে তিনি লেখেন, ‘জীবন যখনই আমাকে একটি চ্যালেঞ্জের মুখোমুখি করেছে বা নিজেই যখন নিজেকে ভেঙে গড়ার একটি চ্যালেঞ্জ তৈরি করেছি-আমি সর্বদা সর্বশক্তিমানের রহমতে এবং আমার লাখো-কোটি ভক্তের ভালোবাসার মাধ্যমে জয়ী হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রে গত নয় মাস আমার জীবনে ছিল একটি চ্যালেঞ্জ এবং আবারও আমি আপনাদের ভালোবাসায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’
গত বছরের ১২ নভেম্বর শাকিব খান মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখানে 'রাজকুমার' নামের নতুন সিনেমার ঘোষণা দেন, যেখানে তার আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি।
আগামী মাসে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘মায়া’-এর কাজ শুরু করবেন এই অভিনেতা। ছবিতে নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরি। এর আগে শাকিব খান-পূজা চেরি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘গলুই’ সিনেমায়।
পড়ুন: প্রথমবার পর্দায় দীর্ঘ স্মৃতিচারণায় আইয়ুব বাচ্চুর স্ত্রী
শোক দিবসের বিশেষ নাটক ‘একজন কফিলুদ্দিন’
২ বছর আগে
যুক্তরাষ্ট্রে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি
এবার ঈদের শাকিব খান অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে সেই অপূর্ণতা কিছুটা হলেও ঘুচলো নিউইয়র্কে এই ঢালিউড তারকার ‘গলুই’ মুক্তি দিয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন এস এ হক অলিক।
আজ (১৫ জুলাই) থেকে নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে চলবে ‘গলুই’। ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো দেখানো হবে। এছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে।
যুক্তরাষ্ট্রে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি। আর এ নিয়ে বেশ উচ্ছ্বসিত চিত্রনায়ক। অন্যদিকে সিনেমার পরিচালক এরই মধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন। সরকারি অনুদানে নির্মিত ‘গলুই’ ছবিটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।
যুক্তরাষ্ট্রে ‘গলুই’ পরিবেশনা করছে বায়োস্কোপ ফিল্মস। এর ব্যবস্থাপনা পরিচালক নওশাবা রুবনা রশিদ বলেন, যুক্তরাষ্ট্রে শাকিবের অনেক ভক্ত অনুরাগী রয়েছেন, কিন্তু এর আগে এখানে তার কোনো সিনেমা মুক্তি পায়নি। আমাদের প্রত্যাশা বাংলা সিনেমাপ্রেমীরা থিয়েটারে এসে ‘গলুই’ দেখবেন।
সরকারি অনুদানে নির্মিত ‘গলুই’ ছবিটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। গত রোজার ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শাকিব খান ও পূজা চেরী। এছাড়া আরও অভিনয় করেছেন আলি রাজ, আজিজুল হাকিমসহ আরও অনেকে।
পড়ুন: মেহজাবিন 'আ্যম্বুলেন্স চালক'!
রোমাঞ্চকর রহস্য ও ভৌতিক গল্প শোনার কিছু বাংলা ইউটিউব চ্যানেল
২ বছর আগে
শুরুতে ভয় লাগছিল, এখন আনন্দ হচ্ছে: পূজা চেরি
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ তারকাদের মাঝে দ্বিগুণ হয়ে যায় যখন কোনো সিনেমা মুক্তি পায়। তবে চিত্রনায়িকা পূজা চেরির জন্য এবারের ঈদ আরও বিশেষ কিছু বয়ে নিয়ে এসেছে। কারণ ঈদে ‘গলুই’ও ‘শান’ নামে তার দুটি ছবি একসঙ্গে মুক্তি পেয়েছে।
এ প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘ঈদে সিনেমা মুক্তি মানেই তো বাড়তি ভালোলাগা। আর ক্যারিয়ারের প্রথম একসঙ্গে দুটি সিনেমা মুক্তি পেল। শুরুতে একটু ভয় তো লাগছিলই। কিন্তু এখন খুব আনন্দ হচ্ছে। কারণ দুটি সিনেমাই দর্শক গ্রহণ করেছে। আর এটিই সবচেয়ে বড় পাওয়া।’
আরও পড়ুন: স্করপিয়ন্সের সঙ্গে ম্যাডিসন স্কয়ার মাতালো চিরকুট
এবার ঈদে বিভিন্ন সিনেমা হলে ঘুরে ঘুরে কেটেছে পূজা চেরির। সেই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘সিনমার প্রচরণার ও দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য বিভিন্ন হলে গিয়ে সিনেমা দেখেছি। সবার কথা শুনেছি। এটি অনেক বড় পাওয়া। যাদের জন্য কাজ করছি তারা যখন সরাসরি প্রতিক্রিয়া জানায় এর চেয়ে আনন্দের কী হতে পারে। এসব অনুভূতি আরও ভালো কাজের অনুপ্রেরণা যোগায়।’
রোমান্টিক ঘরানা সিনেমা ‘গলুই’। এসএ হক অলিক পরিচালিত এই সিনেমা শাকিব খানে বিপরীতে অভিনয় করেছেন পূজা। অন্যদিকে অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘শান’ সিনেমার পরিচালক এ রহিম। যেখানে তৃতীয়বারের মতো সিয়াম-পূজা জুটিকে দেখা গেছে।
আরও পড়ুন: ঈদে ঢাকার প্রেক্ষাগৃহে 'ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস'
এ ছাড়া চলতি সময়ে আরও বেশ কয়েকটি সিনেমা হাত রয়েছে পূজার। মুক্তি অপেক্ষায় আছে ‘হৃদিতা’ ও ‘জ্বীন’। তাছাড়া সম্প্রতি শেষ করেছেন ‘নাকফুল’এর কাজ।
২ বছর আগে