নারী সাংবাদিক
ইসরায়েলের বিরুদ্ধে আলজাজিরার সাংবাদিককে গুলি করে হত্যার অভিযোগ
ইসরায়েলের বিরুদ্ধে আলজাজিরার এক নারী সাংবাদিককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
আলজাজিরা জানিয়েছে, বুধবার ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান কভার করার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হনশিরিন আবু আকলেহ নামের ওই সংবাদকর্মী।
কাতার-ভিত্তিক সম্প্রচার মাধ্যম এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আমাদের সহকর্মী শিরিন আবু আকলেহকে ইচ্ছাকৃতভাবে হত্যার জন্য ইসরায়েলি দখলদার বাহিনীর নিন্দা ও জবাবদিহি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন: শ্রীলঙ্কায় সহিংসতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা ঘটনাটি তদন্ত করছে এবং হতে পারে ফিলিস্তিনিদের গুলির আঘাতে সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।
তবে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ভোরে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি অভিযান কভার করার সময় আল-জাজিরার একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জেরুজালেম ভিত্তিক আল-কুদস পত্রিকার আরেক ফিলিস্তিনি সাংবাদিক আহত হয়েছেন।
আরও পড়ুন: মার্কিন ক্যাপিটলে হামলার সংবাদ পরিবেশন করে পুলিৎজার পেল ওয়াশিংটন পোস্ট
২ বছর আগে