স্পেশাল প্যাকেজ
হাবের হজ প্যাকেজ ঘোষণা
বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজ পালন করবেন, তাদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এই প্যাকেজ ঘোষণা করেন।
আরও পড়ুন: এ বছর হজ ফ্লাইটে যাত্রীপ্রতি ভাড়া ১ লাখ ৪০ হাজার
তিনি জানান, বেসকারিভাবে হজে যেতে খরচ পড়বে চার লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকার। তবে যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে হজের আবশ্যিক পশু কোরবানির খরচ ধরা হয়নি। এতে করে খরচের পরিমাণ বেড়ে যাবে।
তিনি জানান, এজেন্সিগুলো আবারও স্পেশাল প্যাকেজ ঘোষণা করতে পারবে, তবে তা হাব ঘোষিত প্যাকেজ মূল্যের কম হওয়া যাবে না।
আরও পড়ুন: হজ ফ্লাইট শুরু ৩১ মে
সরকারি ঘোষণার একদিন পর বেসরকারিভাবেও হজ প্যাকেজের ঘোষণা এলো।
২ বছর আগে