উখিয়া ক্যাম্প
সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পৃথক ঘটনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। রবিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ৩টা ও ভোর ৪টার দিকে এই ঘটনা দু’টি ঘটে।
নিহত ছানা উল্যাহ (২৭) ২নং ক্যাম্পের বাসিন্দা ও অপর নিহত আহম্মদ হোসেন (৩৬) ৭নং ক্যাম্পের বাসিন্দা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ভোর ৪ টায় ২নং ক্যাম্পে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে মাহমুদুল হকের বসত ঘরে সামনে এসে গুলি করে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে ছানা উল্যাহ গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই মারা যায় ছানা উল্যাহ। এই ঘটনার এক ঘন্টা আগে ৭ নং ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর হামলা ও গুলিতে আহম্মদ হোসেন নামে আরও একজন নিহত হন।
তিনি জানান, আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে ১৫ থেকে ১৬ জন সন্ত্রাসী রাতে একটি চায়ের দোকানের সামনে গুলি করলে ঘটনাস্থলে নিহত হয় আহম্মদ হোসেন।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলের
কক্সবাজারে ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার
১ বছর আগে
উখিয়া ক্যাম্পে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় দুই রোহিঙ্গা নিহত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি, তবে তারা রোহিঙ্গা বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান।
রাত ১০টার দিকে বালুখালী শরণার্থী শিবিরে রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) ও রোহিঙ্গা সশস্ত্র নবী হোসেন গ্রুপের সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ সেখানে গেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাগুলির এক পর্যায়ে ক্যাম্পে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে এবং পুলিশও পাল্টা গুলি চালায়।
ক্যাম্পবাসীরা জানায় যে নিহতদের মধ্যে একজন ক্যাম্প-৮ এর বাসিন্দা।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জন্য দুই গ্রুপের মধ্যে লড়াই চলছিল।
নিহত রোহিঙ্গা ও যারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে তাদের শনাক্ত ও ধরার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: টেকনাফে সড়ক দুর্ঘটনায় ২ রোহিঙ্গা নিহত
কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নিহত
কক্সবাজারে পাহাড় ধসে ২ রোহিঙ্গা নিহত
১ বছর আগে
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীকে গুলি করে হত্যা
কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে ২৬ বছর বয়সী এক রোহিঙ্গা শরণার্থীকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার অপরাধে কয়েকজন দুর্বৃত্ত গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, নিহতের নাম নুরুল আমিন, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বর্ণের বারসহ রোহিঙ্গা মা-ছেলে আটক
সোমবার রাতে ক্যাম্প-৪ এর মধুরছড়া এলাকায় এ কথিত অপরাধের ঘটনা ঘটে বলে জানান তিনি।
ওসি বলেন, বেসরকারি সংস্থায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা নিয়ে রোহিঙ্গাদের একটি গ্রুপ তার ওপর ক্ষুব্ধ ছিলেন। আমরা সন্দেহ করছি তারা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে গেছে।
২ বছর আগে
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ রোহিঙ্গা দগ্ধ
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে বৃহস্পতিবার রান্নার গ্যাসের পাইপলাইনে লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ছয় রোহিঙ্গা দগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দগ্ধরা হলেন- নুর আলম, তার স্ত্রী, তাদের দুই ছেলে ও পাশের বাড়ির আরও দুজন।
উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মো. নাইমুল হক জানান, দগ্ধদের কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: রামপুরায় গোডাউনে আগুন, দগ্ধ ৪ জনের মৃত্যু
তিনি জানান, সকাল ৯টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এর নূর আলমের বাড়িতে রান্না করতে গেলে গ্যাসের পাইপলাইনে লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
২ বছর আগে