কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে ২৬ বছর বয়সী এক রোহিঙ্গা শরণার্থীকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার অপরাধে কয়েকজন দুর্বৃত্ত গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, নিহতের নাম নুরুল আমিন, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বর্ণের বারসহ রোহিঙ্গা মা-ছেলে আটক
সোমবার রাতে ক্যাম্প-৪ এর মধুরছড়া এলাকায় এ কথিত অপরাধের ঘটনা ঘটে বলে জানান তিনি।
ওসি বলেন, বেসরকারি সংস্থায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা নিয়ে রোহিঙ্গাদের একটি গ্রুপ তার ওপর ক্ষুব্ধ ছিলেন। আমরা সন্দেহ করছি তারা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে গেছে।