শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান
আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে আবুধাবিতে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা ও শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রবিবার (১৫ মে) আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের নবনির্বাচিত প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাৎ করে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জানান।
একইসাথে শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তাঁকে অভিনন্দন জানান।
এসময় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী, রাজপরিবারের সদস্যবৃন্দ, উচ্চপদস্থ কর্মকর্তা, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ইউএই’র নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
২ বছর আগে
বাংলাদেশ একজন পরীক্ষিত বন্ধু হারাল: রাষ্ট্রপতি
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধুকে হারাল।’
রাষ্ট্রপতি মরহুম প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এর রুহের মাগফিরাত কামনা করেন। তিনি প্রয়াত প্রেসিডেন্টের পরিবার, সংযুক্ত আরব আমিরাতের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান শুক্রবার মারা যান। মৃত্যুকোলে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
শিক্ষক আব্দুল জব্বারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
২ বছর আগে