বৌদ্ধ সম্প্রদায়
সবার জন্য ভালো কিছু করুন, বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের উদ্দেশে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বৃহস্পতিবার দেশবাসীকে সবার জন্য ভালো কিছু করার চিন্তা করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘শুধু নিজের এবং পরিবারের জন্য ভালো কিছু করার কথা ভাববেন না। সবার জন্য ভালো কিছু করার চিন্তা করতে হবে।’
বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব 'বুদ্ধ পূর্ণিমা' উপলক্ষে রাষ্ট্রপতি ভবনের সনদ হলে বৌদ্ধ নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণকে আলো দেখান এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করুন।
তিনি আরও বলেন, বিশ্বের সব ধর্মই সর্বদা মানুষের কল্যাণের কথা বলে এবং প্রতিটি ধর্মেরই ভালো জিনিস রয়েছে।
গৌতম বুদ্ধকে মানবতা ও স্বাধীনতার প্রতীক হিসেবে আখ্যায়িত করে তিনি সকল বৌদ্ধ সম্প্রদায়ের মানুষকে ধর্ম থেকে সেরা জিনিসটি গ্রহণ করার পরামর্শ দেন।
তিনি বৌদ্ধ নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়ের অংশ... এই অঞ্চলে তথা বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য আপনাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।’
১ বছর আগে
আজ বুদ্ধ পূর্ণিমা
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার সারা দেশে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে।
বৌদ্ধ ধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এ তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতমবুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী কাননে। এ রাতেই তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায়। এছাড়া গৌতমবুদ্ধের মৃত্যুও হয়েছিল এ রাতেই। আর এ কারণেই এ তিথিকে বলা হয় ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধপূর্ণিমা।
বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি পালন করে থাকেন।
দিবসটি উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘বৌদ্ধ সভ্যতা ও এর সংস্কৃতি প্রাচীনকাল থেকেই বাংলার মানুষের সঙ্গে গভীরভাবে জড়িত। পাহাড়পুর এবং ময়নামতি শালবন বিহার তার উজ্জ্বল উদাহরণ।’
ভবিষ্যতে করোনার বিস্তার রোধে স্বাস্থ্য নির্দেশিকা বজায় রেখে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করার জন্য তিনি বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আগামীতে বাংলাদেশে সম্প্রীতির চর্চা ও বন্ধন আরও জোরদার করতে সকলকে উদারভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, আমি আশা করি গৌতম বুদ্ধের আদর্শকে ধারণ ও লালন করে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে সবাই ভূমিকা রাখবে।
পড়ুন: বুদ্ধ পূর্ণিমা রবিবার
২ বছর আগে