লুক্সেমবার্গ
বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা লুক্সেমবার্গের মন্ত্রীর
লুক্সেমবার্গের উন্নয়ন সহযোগিতা ও মানবিক বিষয়ক মন্ত্রী ফ্রাঁসোয়া ফায়োট বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের এবং জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার প্রশংসা করেছেন।
তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে লুক্সেমবার্গের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন এবং পারস্পরিক স্বার্থে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম রবিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফ্রাঁসোয়া ফায়োটের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার স্বাগত বক্তব্যে ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে লুক্সেমবার্গের বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া এবং গত বছর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের মধ্যে বিনিময়সমূহের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
আরও পড়ুন: শাহরিয়ার আলম ১-৫ মে ব্রাসেলসে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন
তিনি বাংলাদেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে, বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোর চরাঞ্চলে সহায়তা অব্যাহত রাখার জন্য লুক্সেমবার্গ সরকারকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ ও লুক্সেমবার্গ জাতিসংঘ ও আসেমসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে নিবিড়ভাবে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক পর্যায়ে লুক্সেমবার্গের মানবিক ও রাজনৈতিক সহায়তার প্রশংসা করেন।
মধ্যাহ্নভোজে আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক; রিয়ার এডমিরাল (অব.) মোঃ খুরশেদ আলম, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব; বাংলাদেশে নিযুক্ত লুক্সেমবার্গের রাষ্ট্রদূত পেগি ফ্রান্টজেন; কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব; ইউএনডিপি ও ডব্লিউএফপি, সিডিএ'র আবাসিক প্রতিনিধি, বাংলাদেশে ইইউ প্রতিনিধিদলের প্রতিনিধি, ইউএনএইচসিআরের উপ-প্রতিনিধি; ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনালের কো-চেয়ার মার্ক এলভিঙ্গার।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাজ্যের ব্যাপক সহযোগিতা আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ আমি: সারা কুক
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ফ্রাঁসোয়া ফায়োট।
তিনি জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, জাদুঘর পরিদর্শন করেন এবং দর্শনার্থী বইয়ে সই করেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন জাদুঘরে ফ্রাঁসোয়া ফায়োটকে স্বাগত জানান।
আরও পড়ুন: মেক্সিকোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে বদ্ধপরিকর বাংলাদেশ
১ বছর আগে
বেলজিয়াম ও লুক্সেমবার্গে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান
বেলজিয়ামের বাংলাদেশের দূতাবাস, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডাচি এবং ইউরোপীয় ইউনিয়নের মিশন বাংলাদেশি নাগরিকদের সতর্ক করে বলেছে, যারা ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাসের নামে অপরাধ করছে তাদের সম্পর্কে সচেতন হতে।
সোমবার এক বিবৃতিতে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস বলেছে, দূতাবাসের নামে একটি ভুয়া আইএমও অ্যাকাউন্ট খুলে প্রবাসীদের সঙ্গে প্রতারণা ও অপরাধ করার চেষ্টা করছে একটি দল।
দূতাবাস বেলজিয়াম ও লুক্সেমবার্গে বাংলাদেশি কমিউনিটিকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
আরও পড়ুন: শ্রমবাজার সম্প্রসারণে প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক
২ বছর আগে