নাতনি
চট্টগ্রামে ট্রাকচাপায় নানা-নাতনির মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকচাপায় নানা ও নাতনির মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী।
সোমবার (৪ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া নয়াপাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রবিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলে সাত বছরের এক শিশু এবং মোটরসাইকেলচালক মারা যান।
তিনি আরও বলেন, এসময় এক নারী আহত হন। খবর পেয়ে আমাদের একটি টিম তাদের লাশ উদ্ধার করে, আহত নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কুমারখালীতে বিষাক্ত অ্যালকোহল পানে ২ জনের মৃত্যু!
কুষ্টিয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী-শাশুড়ি কারাগারে
১ বছর আগে
কারার ঐ লৌহকপাট বিতর্ক: কাজী নজরুল ইসলামের নাতনির প্রতিবাদ
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে রাজাকৃষ্ণ মেনন পরিচালিত সিনেমা ‘পিপ্পা’।
এতে কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’ গানটি নতুনভাবে সুর করেছেন ভারতীয় গায়ক ও সঙ্গীত পরিচালক এ আর রহমান।
এ নিয়ে দুই বাংলার সাধারণ মানুষ ও শিল্প-সংস্কৃতি ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন। এবার এ নিয়ে কথা বললেন কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী।
আরও পড়ুন: জীবনে আমার সব পাওয়া হয়ে গেছে: নচিকেতা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমি অনিন্দিতা কাজী নজরুল ইসলামের নাতনি, বর্তমানে নিউজার্সি প্রবাসী। দাদুর ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি সুর বিকৃতি ঘটিয়েছেন বিশিষ্ট গীতিকার সুরকার শিল্পী এ আর রহমান। বিশ্বজুড়ে বিতর্কের ঝড়ে তোলপাড়। আমার মা কল্যাণী কাজী, যার বেঁচে থাকাই ছিল নজরুলকে নিয়ে, নজরুলকে ঘিরে, নজরুলকে তিনি ধারণ করেছিলেন। তিনি ২০২১ সালে গানটি অবিকৃত রেখে ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন বলে জানতে পারি। কিন্তু এর পরিণতি এমন হবে তিনি ভাবতেও পারেননি।’’
তিনি আরও লেখেন, ‘‘পরিবার থেকে অনেক টাকা নিয়ে গানটি ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ২০২১ সালে কি চুক্তি হয়েছিল সেটা জানা প্রয়োজন, তাহলে সব বিতর্কের অবসান হবে এবং যারা চুক্তির বিপক্ষে গিয়ে এ কাজটি করেছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া যাবে।’’
সকলের সহযোগিতার কথা উল্লেখ করে অনিন্দিতা আরও লেখেন, ‘‘সার্বিক স্বচ্ছতার কারণে এবং পরিবারের একজন সদস্য হিসেবে এ অজানা বিষয়টি জানার দাবি রাখি। মিডিয়া থেকে জানতে পারি, চুক্তির কাগজ কাজী অনির্বাণের কাছে আছে। পরিবারের অন্যতম সদস্য হিসেবে আমি সেটা দেখতে চাই, পেতে চাই ও বিষয়টি পরিষ্কার করতে চাই। সকলের সহযোগিতা চাই।’’
আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান নাচবেন জায়েদ খান
‘কারার ওই লৌহকপাট’: দুই বাংলায় তোপের মুখে এ আর রহমান
১ বছর আগে
ময়মনসিংহে পুকুরে ডুবে দাদি-নাতনির মৃত্যু
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার বড়হিত ইউনিয়নের বুনিয়াদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার মেসুর উদ্দিনের স্ত্রী সাহেরা খাতুন (৬৫) ও ছেলে সুজনের মেয়েশিশু জান্নাত (৪)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সাহেরা খাতুন নামে ওই নারী তার চার বছর বয়সী নাতনি জান্নাতকে কোলে নিয়ে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে।
গোসলের এক পর্যায়ে সাহেরার উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। এ সময় তার কোলে থাকা নাতনিসহ দুইজনেই পানিতে ডুবে যান। দীর্ঘ সময় পর গোসল থেকে না ফেরায় পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে দেখেন দাদি-নাতনির লাশ ভেসে উঠেছে।
পরে স্বজনরা পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর ও দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়া এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: যশোরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু
১ বছর আগে
শাহরাস্তিতে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার
চাঁদপুরের শাহরাস্তিতে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা দুলাল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলে পাঠানো হয়।
গ্রেপ্তার দুলাল শাহরাস্তি পৌর এলাকার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির মৃত আম্বর আলীর ছেলে। সে নিজ এলাকায় কনফেকশনারি ব্যবসা করেন।
আরও পড়ুন: শিশু ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জে রিকশাচালক গ্রেপ্তার
মামলার বিবরণ থেকে জানা গেছে, দুলাল ভুক্তভোগীর (১১) দূর সম্পর্কীয় দাদা। ভুক্তভোগী স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। বিভিন্ন সময়ে অভিযুক্তের দোকানে চকলেট ও চিপস কিনতে গেলে তাকে নানাভাবে যৌন হয়রানি করতো। গত ১৪ মে বিকেলে ভুক্তভোগী ক্লাস শেষে দুলালের দোকানের সামনে দিয়ে বাড়ি যাওয়ার সময় সে শিশুটিকে ডেকে নিয়ে দোকানের পিছনের কক্ষে ছুরি দেখিয়ে ধর্ষণ করে। পরদিনও একই সময়ে একই ঘটনার পুনরাবৃত্তি করে। এতে ভুক্তভোগী বিচলিত হয়ে পড়লে তার মায়ের নজরে পড়ে। মা জিজ্ঞেস করলে সে মাকে সবকিছু খুলে বলে। সব শোনার পর ১৬ মে বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন। যার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, অভিযুক্ত দুলাল হোসেনকে গ্রেপ্তার করে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। ওদিকে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আলাপকালে এক প্রতিক্রিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ইউএনবিকে বলেন, ‘এ ঘটনাটি খুবই মর্মান্তিক। শিশুরা কোথায় নিরাপদ!’
আরও পড়ুন: লক্ষ্মীপুরে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
২ বছর আগে