শিরিন আবু আকলেহ
ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোরের মৃত্যুর অভিযোগ
ইসরাইলি সেনারা অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় ও স্থানীয় মিডিয়া জানিয়েছে, শনিবার ভোরে অধিকৃত পশ্চিম তীরে সংঘর্ষ শুরু হলে ওই কিশোরের মৃত্যু হয়।
এ ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
মন্ত্রণালয় মৃত কিশোরকে আমজাদ আল-ফাইয়েদ (১৭) হিসেবে শনাক্ত করেছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ ঘোষণা
এছাড়া মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরাইলিদের বন্দুকের গুলিতে আহত ১৮ বছর বয়সী আরেক কিশোর গুরুতর আহত হয়েছে। তবে আল-ফাইয়েদ কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।
এর আগে ১১ মে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে ইসরাইলের বিরুদ্ধে।
ইসরাইল বলেছে, তারা পশ্চিম তীর ও ইসরাইলে সাম্প্রতিক মারাত্মক হামলার পরিকল্পনাকারী জঙ্গি এবং পরিকল্পনাকারীদের আটক করতে ‘সন্ত্রাস-বিরোধী কার্যক্রম’ চালাচ্ছে।
আরও পড়ুন: ভারতে লবণ কারখানার দেয়াল ধসে ১২ জনের মৃত্যু
২ বছর আগে
সাংবাদিক শিরিনের জন্য শোক বই খুলল ঢাকায় ফিলিস্তিন দূতাবাস
আল-জাজিরার ফিলিস্তিনি-মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেহ এর জন্য বাংলাদেশে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস একটি শোক বই খুলেছে।
গত ১১ মে জেনিনে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযান কাভার করার সময় আবু আকলাকে গুলি করে হত্যা করা হয়।
বারিধারায় অবস্থিত ঢাকার ফিলিস্তিন দূতাবাসে শোক বইটি ১৮ মে পর্যন্ত খোলা থাকবে।
দূতাবাসে খোলা শোক বইতে স্বাক্ষর করে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান তুরস্ক দূতাবাসের পক্ষ থেকে জেনিন শরণার্থী শিবিরে সাহসী ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
পড়ুন: আল-জাজিরার সাংবাদিক শিরিনকে হত্যার নিন্দা বাংলাদেশের
সাংবাদিক শিরিন আবু আকলাকে হত্যায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিন্দা
২ বছর আগে