ঋণগ্রস্ত
বাড়িওয়ালাকে ফাঁসাতে চট্টগ্রামে শিশু আরাফ হত্যা, ৩ জনের ফাঁসি
চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় বাড়িওয়ালাকে ফাঁসাতে দুই বছরের শিশু আবদুর রহমান আরাফ হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো.জসিম উদ্দিন এই আদেশ দিয়েছেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি প্রবীর কুমার ভট্টাচার্য।
পিপি বলেন, ২০২০ সালের ৬ জুন চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় দুই বছরের শিশু আবদুর রহমান আরাফকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় আমাদের পক্ষে ২০ জন সাক্ষী দিয়েছেন। আসামিপক্ষে ১০ জনের সাফাই সাক্ষ্য হয়েছে। এই মামলায় চার্জশিট হয়েছিল ২০২১ সালের ১০ মার্চ।
আরও পড়ুন: চট্টগ্রামে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
তিনি আরও বলেন, মামলার তিন আসামির মধ্যে ফরিদ ও নাজমা গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। রায় ঘোষণাকালে তাদের আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৬ জুন বিকালে ঘরের সামনের পার্কিং থেকে ভবনের ছাদে নিয়ে আরাফকে হত্যা করে আসামিরা। আরাফরা নুরুল আলম নামের একজনের আটতলা ভবনের ভাড়াটিয়া ছিলেন। হত্যার পর ভবনটির বাসিন্দা নাজমা বেগম, তার ছেলে, বাড়ির দারোয়ান হাসান ও তাদের পাশের ভবনের বাসিন্দা ফরিদকে গ্রেপ্তার করে পুলিশ। তখন নাজমা বেগম আদালতে দেয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।
জবানবন্দিতে তিনি বলেন, ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় অর্থের লোভ এবং পাশের ভবনের বাসিন্দা ফরিদের প্রলোভনে বাড়িওয়ালা নুরুল আলমকে ফাঁসাতে এ ঘটনা ঘটিয়েছেন তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে দুই সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
চট্টগ্রামের দুর্গম পাহাড় থেকে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার
২ বছর আগে