ভারত-বাংলাদেশ
ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচের আগে গোয়ালিয়রে বিক্ষোভ নিষিদ্ধ
আগামী ৬ অক্টোবর ভারত ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচের আগে গোয়ালিয়রে বিক্ষোভ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বিষয়বস্তু প্রচার নিষিদ্ধ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এই নিষেধাজ্ঞা ৭ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।
হিন্দু মহাসভা নামের একটি রাজনৈতিক দল ম্যাচের দিন বিক্ষোভের ডাক দিয়েছে। তারা এর আগেও একই দাবি তুলে অভিযোগ করেছিল যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতীয় কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ দলের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
এর আগে কানপুরে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের সময়ও একই ধরণের হুমকির পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গোয়ালিয়রে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য দেড় হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
গোয়ালিয়রের জেলা ম্যাজিস্ট্রেট রুচিকা চৌহান ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) একটি আইনের অধীনে এই নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারি করেছেন।
তিনি জানান, বিভিন্ন ডানপন্থী সংগঠন ম্যাচ বাতিলের দাবি জানিয়ে মিছিল এবং অন্যান্য বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জেলায় যে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক কিছু শেয়ার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নিষিদ্ধ থাকবে আপত্তিকর বিষয়বস্তু সম্বলিত ব্যানার, পোস্টার এবং কাটআউট।
কিছু ডানপন্থী গোষ্ঠী বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। সম্প্রতি বাংলাদেশে শিক্ষার্থী ও নাগরিকদের গণআন্দোলনের ফলে শেখ হাসিনার নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের পতনের পর ক্ষমতার পরিবর্তন হয়। তার পতনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
১ মাস আগে
৮ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আট দিন বন্ধ থাকার পর শনিবার (২২ জুন) থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, ঈদ উপলক্ষে ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনসহ বাংলাদেশ অংশের হিলি স্থল শুল্ক স্টেশন ও বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী, কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস, শ্রমিক সংগঠনসহ বন্দর ব্যবহারকারীদের একটি চিঠির মাধ্যমে জানানো হয়।
আরও পড়ুন: ৬ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু
তিনি আরও জানান, আট দিন বন্ধের পর শনিবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হয়েছে। বেলা ১২টায় ভারত থেকে বেশকিছু পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। ফলে বন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্যতা লক্ষ্য করা গেছে।
এদিকে, স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, বেলা ১২টার পর ভারত থেকে বেশকিছু আমদানি করা পণ্যবাহী ট্রাক বন্দরের ওয়্যারহাউজে প্রবেশ করেছে। এর মধ্য দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
কাস্টমসের শুল্ক পরিশোধ সাপেক্ষে তা দ্রুততার সঙ্গে খালাস কার্যক্রমে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
৪ মাস আগে
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দিনাজপুরে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন: নসরুল হামিদ
ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন উত্তরাঞ্চলে বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শুক্রবার বিকালে দিনাজপুরের পার্বতীপুরে নির্মাণাধীন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের পাইপলাইনের সুবিধা সম্পর্কে বিস্তারিত জানান।
আরও পড়ুন: আদানির ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ মার্চে জাতীয় গ্রিডে আসবে: নসরুল হামিদ
ফেলোশিপ রিসিপ্ট টার্মিনাল হবে দেশের প্রথম আধুনিক স্বয়ংক্রিয় ও কম্পিউটারাইজড সিস্টেম। পথে বা অন্যথায় পাইপলাইনে কিছু করা হলে তাৎক্ষণিকভাবে স্বয়ংক্রিয়তার স্থান চিহ্নিত করা যাবে বলে জানান তিনি।
ভারতের নুমানীগড় রিফাইনারি স্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুর রিসোর্ট টার্মিনাল পর্যন্ত ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে বছরে আড়াই থেকে তিন লাখ টন ডিজেল আমদানি করা হবে।
খরচ কমানোর পাশাপাশি এটি জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় বলয় তৈরি করেছে। টার্মিনাল ও ডিপোতে দুই মাসে অন্তত ৪০ হাজার লিটার জ্বালানি মজুদ করা হয়েছে।
বিভিন্ন উপায়ে আমদানি করা ব্যারেল প্রতি ডিজেলের সাড়ে ১১ মার্কিন ডলার। পাইপলাইনের মাধ্যমে আমদানির কারণে দাম নেমে আসবে মাত্র ছয় ডলারে।
পার্বতীপুরে ডিজেল আমদানির মাধ্যমে কৃষিনির্ভর উত্তরাঞ্চলের সেচ পাম্প এবং সৈয়দপুরে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত
১৫ বছরের চুক্তির শেষে, এটি নবায়ন করা হবে বা সরকার নিজেই পরিচালনা করবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৮ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাইপলাইনে জ্বালানি সরবরাহের উদ্বোধন করবেন।
২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর দুই নেতা পাইপলাইন নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেই বছরের এপ্রিলে এই বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছিল
আরও পড়ুন: দিনাজপুরে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন’ উত্তরাঞ্চলে বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে: নসরুল হামিদ
বিদ্যুৎ ও বিদ্যুতের দামের মাসিক সমন্বয় নিয়ে সরকার ভাবছে: নসরুল হামিদ
১ বছর আগে
যশোরে আন্তর্জাতিক প্রদর্শনীতে ভারত-বাংলাদেশের ৯০ শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে
যশোরে শুরু হয়েছে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের তৃতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও শিল্প শিবির। প্রাচ্যসংঘ যশোরের প্রাচ্য গ্যালারিতে চারদিন ধরে চলবে এ প্রদর্শনী। যেখানে ভারত ও বাংলাদেশের ৯০ শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে।
বৃহস্পতিবার বিকালে ‘মৈত্রী চিত্রভাষ’ নামের এ প্রদর্শনীর উদ্বোধন করেন সম্ভাবনাময় তরুণ শিল্পী অকালপ্রয়াত সোহেল প্রাণনের মা সালেহা বেগম। আন্তর্জাতিক এ প্রদর্শনীটি শিল্পী সোহেল প্রাণনের নামেই উৎসর্গ করা হয়েছে।
প্রাচ্য অডিরোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ কলকাতার সহ-সম্পাদক ড. শান্তনু সেনগুপ্ত, ইউল্যাবের অধ্যাপক শিল্পী এএফএম শিপু মনিরুজ্জামান প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্যের পর দুই দেশের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। এরপরই প্রধান অতিথি সালেহা বেগম ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআন শরীফের প্রদর্শনী শুরু
১ বছর আগে
শেখ হাসিনার নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যাবে: দোরাইস্বামী
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে ভারত আশা করে।
বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, তার দেশ বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদার এবং বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে।
দ্বিপক্ষীয় বন্ধন নতুন উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের সম্পর্ক ও বন্ধুত্ব আরও অনেকদূর এগিয়ে যাবে।
দোরাইস্বামী বলেন, দুই দেশের পরবর্তী প্রজন্ম বিদ্যমান সম্পর্কের সুবিধা উপভোগ করতে পারে। কারণ এটি ইতোমধ্যে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে।
আরও পড়ুন: জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়সূচি: মোমেন
শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে ‘অত্যন্ত সফল’ হিসেবে বর্ণনা করে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার ফলপ্রসূ সফরের জন্য অভিনন্দন জানান।
বৈঠকে ভারতীয় রাষ্ট্রদূত ব্যবসা-বাণিজ্যের ওপরও জোর দেন।
ভারতীয় হাইকমিশনার ঢাকায় অবস্থানকালে শেখ হাসিনার সরকারের কাছ থেকে যে সমর্থন ও দিক নির্দেশনা পেয়েছেন তার জন্য তিনি প্রধানমন্ত্রী, তার সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমি আপনাকে (প্রধানমন্ত্রী) অনেক অনেক ধন্যবাদ জানাই।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এ অঞ্চলের মানুষের বৃহত্তর সুবিধার স্বার্থে সমগ্র দক্ষিণ এশিয়ার টেকসই উন্নয়ন চায়।
প্রতিবেশীদের সঙ্গে উদ্বেগের কিছু সমস্যা থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমে উদ্বেগের এই সমস্যাগুলো সমাধান করে আমরা এগিয়ে যেতে পারি।’
তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করেন।
শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর ভারতে তার নির্বাসিত জীবনের স্মৃতি স্মরণ করেন।
শেখ হাসিনা বিদায়ী ভারতীয় হাইকমিশনারকে তার নতুন পদায়নের জন্য অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ও সফল কর্মজীবন কামনা করেন।
বৈঠকে ভারতীয় হাইকমিশনার শেখ হাসিনার পোট্রেট উপহার দেন এবং প্রধানমন্ত্রী তাকে একটি বই, শাড়ি ও নৌকার রেপ্লিকা উপহার দেন।
আরও পড়ুন: বিদেশে চিকিৎসার বিকল্প হবে ‘সুপার স্পেশালাইজড হাসপাতাল’: প্রধানমন্ত্রী
রানির প্রতি শোক জানাতে ব্রিটিশ হাইকমিশনে প্রধানমন্ত্রী
২ বছর আগে
‘ভারত-বাংলাদেশ একে অপরের আপন ভাইয়ের মতো’
ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব দেবব্রত পাল বলেছেন, ‘ভারত-বাংলাদেশ একে অপরের আপন ভাইয়ের মতো।’
তিনি বলেন, ‘বিশ্বাস করি প্রতিবেশি দু’দেশ একে অপরের আপন ভাইয়ের মতো। ভাইয়ে ভাইয়ে ছোট খাটো বিরোধ থাকতে পারে সেটা আবার কিছু সময় পরেই ঠিক হয়ে যায়। বিবাদমান যে কোন সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান হবে। ছিট মহলসহ নানা সমস্যার সমাধান হয়েছে, আগামীতে আরও হবে।
আরও পড়ুন: ফরিদপুর রামকৃষ্ণ মিশনে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি
বৃহস্পতিবার রাত ৭টার দিকে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় দেবব্রত পাল এসব কথাগুলো বলেন।
ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব বলেন, ‘ভারত বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘজীবী হবে। বঙ্গবন্ধুর চেতনায় বাংলাদেশ যেভাবে উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে তাতে সম্ভাবনার দার উন্মোচন হচ্ছে। এদেশের যে কোন সমস্যায় আমরা ছিলাম আগামীতেও থাকবো। আমরা একে অপরের প্রতি আস্থাশীল।’
আরও পড়ুন: বাংলাদেশ দ্রুত ও জরুরিভাবে টিকা পাবে: ভারতীয় হাইকমিশনার
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার এই দেশে স্বাধীনতার যুদ্ধের সময়ে যারা বিরোধী ছিল আজও তারা সক্রিয় রয়েছে। তারাই আমাদের নিয়ে (ভারতকে) কথা বলার চেষ্টা করে।’
ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, অধ্যাপক মিজানুর রহমান মানিক, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, পান্না বালা, হাবিবুর রহমান হাবিব, বিজয় পোদ্দার, শেখ ফয়েজ আহম্মেদ, জাহিদ রিপন, রেজাউল করিম, সঞ্জিত দাসসহ অন্যান্য সাংবাদিকরা।
৩ বছর আগে
ভার্চ্যুয়াল সম্মেলনে শেখ হাসিনা-নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে ভার্চ্যুয়াল সম্মেলন শুরু হয়েছে।
৩ বছর আগে
ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।
৪ বছর আগে
বাংলাদেশের অগ্রগতি ‘বিস্ময়কর’: নরেন্দ্র মোদি
বাংলাদেশের ‘অভূতপূর্ব’ অগ্রগতিকে ‘বিস্ময়কর’ বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৪ বছর আগে
সীমান্তে মৃত্যু শূন্যের কোঠায় আনতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ ও ভারত সীমান্তে মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায়।
৪ বছর আগে