যশোরে শুরু হয়েছে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের তৃতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও শিল্প শিবির। প্রাচ্যসংঘ যশোরের প্রাচ্য গ্যালারিতে চারদিন ধরে চলবে এ প্রদর্শনী। যেখানে ভারত ও বাংলাদেশের ৯০ শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে।
বৃহস্পতিবার বিকালে ‘মৈত্রী চিত্রভাষ’ নামের এ প্রদর্শনীর উদ্বোধন করেন সম্ভাবনাময় তরুণ শিল্পী অকালপ্রয়াত সোহেল প্রাণনের মা সালেহা বেগম। আন্তর্জাতিক এ প্রদর্শনীটি শিল্পী সোহেল প্রাণনের নামেই উৎসর্গ করা হয়েছে।
প্রাচ্য অডিরোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ কলকাতার সহ-সম্পাদক ড. শান্তনু সেনগুপ্ত, ইউল্যাবের অধ্যাপক শিল্পী এএফএম শিপু মনিরুজ্জামান প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্যের পর দুই দেশের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। এরপরই প্রধান অতিথি সালেহা বেগম ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআন শরীফের প্রদর্শনী শুরু