গাফ্ফার চৌধুরী
বিশিষ্ট সাংবাদিক গাফ্ফার চৌধুরী চিরনিদ্রায় শায়িত
প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট এবং ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-এর রচয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরীকে শনিবার বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
বিকাল সাড়ে ৫টায় বিশিষ্ট এই বাংলাদেশি-ব্রিটিশ লেখক ও কলামিস্টের দাফন সম্পন্ন হয়।
এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত এসপি মোহাম্মদ জিয়াউল হক জানান, সকাল ১১ টা ৫মিনিটে লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গাফফার চৌধুরীর মরদেহ ঢাকায় পৌঁছায়।
আরও পড়ুন: সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী মারা গেছেন
বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
২ বছর আগে
গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশিষ্ট সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ খান।
বৃহস্পতিবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ একজন প্রগতিশীল, সৃজনশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন অগ্রগামীকে হারালো। তার রচিত অমর গান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বাঙালি জাতিকে দিয়েছে অসীম সাহস ও প্রেরণা।
লেখালেখির মাধ্যমে তিনি সারাজীবন মুক্তিযুদ্ধের চেতনাকে বিকশিত করতে কাজ করেছেন বলেও জানান আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বলেন, তার মৃত্যু দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। প্রয়াত আবদুল গাফ্ফার চিরকাল তার কালজয়ী গান ও লেখনীর মাধ্যমে প্রতিটি বাঙালির হৃদয়ে গেঁথে থাকবেন।
রাষ্ট্রপতি গাফ্ফার চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: আবদুল গাফ্ফার চৌধুরী আর নেই
আব্দুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
২ বছর আগে