বিশিষ্ট সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ খান।
বৃহস্পতিবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ একজন প্রগতিশীল, সৃজনশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন অগ্রগামীকে হারালো। তার রচিত অমর গান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বাঙালি জাতিকে দিয়েছে অসীম সাহস ও প্রেরণা।
লেখালেখির মাধ্যমে তিনি সারাজীবন মুক্তিযুদ্ধের চেতনাকে বিকশিত করতে কাজ করেছেন বলেও জানান আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বলেন, তার মৃত্যু দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। প্রয়াত আবদুল গাফ্ফার চিরকাল তার কালজয়ী গান ও লেখনীর মাধ্যমে প্রতিটি বাঙালির হৃদয়ে গেঁথে থাকবেন।
রাষ্ট্রপতি গাফ্ফার চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: আবদুল গাফ্ফার চৌধুরী আর নেই