ক্লাস-পরীক্ষা
সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ
সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে শিক্ষকদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা।
সোমবার (১ জুলাই) থেকে সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রস্তাবিত সুপারগ্রেডে অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আন্দোলন সফল করতে কর্মবিরতি পালন করে শাবিপ্রবির শিক্ষক সমিতি।
এদিন বিভাগীয় অফিসগুলোও বন্ধ রাখেন কর্মকর্তা-কর্মচারীরা।
শিক্ষক সমিতির কর্মসূচি ঘোষণার পর থেকে সব ধরনের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানায় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস।
আরও পড়ুন: সাঁতার শিখতে এসে শাবিপ্রবির পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শাবি শিক্ষক সমিতির কর্মসূচির মধ্যে রয়েছে-
১. শাবিপ্রবির সব বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকরা বিভাগের/ইনস্টিটিউটের ক্লাস (অফলাইন/অনলাইন) নেওয়া থেকে বিরত থাকবেন।
২. সান্ধ্যকালীন, শুক্র ও শনিবারের প্রফেশনাল কোর্সের সকল ক্লাস ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।
৩. শিক্ষকরা মৌখিক, মিডটার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষাসহ সব প্রকারের পরীক্ষা কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখবেন।
৪. সব ডিন, বিভাগীয় প্রধান ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সব ধরনের প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।
৫. শিক্ষকরা সিলেকশন বোর্ড, একাডেমিক কমিটি, পরিকল্পনা কমিটি, প্রশ্নপত্র সমন্বয় ও অন্যান্য সভায় অংশগ্রহণ থেকে বিরত থাকবেন।
৬. আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষকরা সব প্রকারের কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ আয়োজন থেকে বিরত থাকবেন।
কর্মবিরতিকালে প্রতিদিন দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
আরও পড়ুন: সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাবেন শাবিপ্রবির শিক্ষকরা
কয়েক দফা দাবিতে সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করবে শাবিপ্রবির শিক্ষকরা
৫ মাস আগে
বৃষ্টির কারণে চবিতে ১০ আগস্ট পর্যন্ত ক্লাস-পরীক্ষা স্থগিত
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে মুষলধারে বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার থেকে আগামী ১০ আগস্ট (বৃহস্পতিবার) পর্যন্ত সব অনুষদের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
সোমবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়। তবে এই সময় অফিস খোলা থাকবে।
আরও পড়ুন: চবিতে সাংবাদিককে নির্যাতন, ২ ছাত্রলীগকর্মী বহিস্কার
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে টানা বর্ষণে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিন দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে ভূমিধসে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চবি শাটল ট্রেন চলাচল বন্ধ ছিল।
আরও পড়ুন: ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধে চবির মূল ফটকে তালা
১ বছর আগে
ছাত্রলীগের অবরোধে চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ
বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সোমবার ক্যাম্পাসে অবরোধ করেছে পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ। তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছে। ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।গতকাল রবিবার রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগ চবি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার পর থেকেই ক্যাম্পাসজুড়ে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রাত দুইটায় ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে আন্দোলন শুরু করেন পদবঞ্চিতরা। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।সোমবার সকালে ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মোহাম্মদ ইলিয়াসকে মাদক ব্যবসায়ী অভিযোগ করে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণেরও দাবি জানান।
পদবঞ্চিত ছাত্রলীগ নেতা দোলোয়ার হোসেন বলেন, ‘যোগ্য ও ত্যাগী ছাত্রলীগের কর্মীদের বঞ্চিত করে কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কোনো জ্যেষ্ঠতা রক্ষা করা হয়নি।’নতুন পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদ প্রাপ্ত শায়ন দাশ গুপ্ত বলেন,‘যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে শুরু থেকে জড়িত ছিলেন তাদের বঞ্চিত করা হয়েছে। টাকার বিনিময়ে এ কমিটিতে বাহিরের অনেকেই পদ পেয়েছেন। আমরা এ কমিটি মানি না।’
আরও পড়ুন: চবিতে ছাত্রী হেনস্তা: হাটহাজারী কলেজের ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
এ বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।
জানাগেছে, ২০১৬ সালের ১৭ জুলাই সর্বশেষ চবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর দুই দফায় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সবশেষ ২০১৭ সালের ৬ ডিসেম্বর বিলুপ্ত ঘোষণা করা হয় এ পূর্ণাঙ্গ কমিটি। ১৯ মাস পর ২০১৯ সালের ১৫ জুলাই চবি ছাত্রলীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে রেজাউল হক রুবেলকে শাখা ছাত্রলীগের সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। দুই সদস্যের কমিটি দেওয়ার তিন বছর ১৬ দিন পর অবশেষে পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে চবি ছাত্রলীগ।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনের মাস্টারসহ তিন জনকে অপহরণ করায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে ট্রেন ছাড়তে অপারগতা প্রকাশ করে রেলওয়ে কর্তৃপক্ষ।
ষোলশহর স্টেশন মাস্টার তন্ময় চৌধুরী বলেন, ‘অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়গামী কোনো ট্রেন ছেড়ে যায়নি। ঝাউতলা রেলস্টেশন থেকে আমাদের এক লোকো মাস্টার ও গার্ডসহ তিনজনকে অপহরণ করা হয়েছে।
আরও পড়ুন: চবিতে ছাত্রীকে যৌন নিপীড়ন: ৫ শিক্ষার্থী দুই দিনের রিমান্ডে
চবিতে যৌন হেনস্তার ঘটনায় ২ জন শনাক্ত
২ বছর আগে
ঈদের ছুটির পর শাবিপ্রবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত
বন্যা পরিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সকল ক্লাস ও পরীক্ষা পবিত্র ঈদুল আজহার ছুটির পর সশরীরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার সন্ধ্যায় এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: আকস্মিক বিপর্যয় সামলে উঠেছে শাবিপ্রবি
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে চলমান ক্লাস-পরীক্ষা পবিত্র ঈদুল-আজহার ছুটির পর সশরীরে নেয়া হবে। তবে বিভাগগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা সাপেক্ষে সুবিধামতো অনলাইন ক্লাস নেয়া যাবে।
আরও পড়ুন: কমতে শুরু করেছে শাবিপ্রবিতে বন্যার পানি
প্রসঙ্গত, বন্যা পরিস্থিতি বিবেচনায় গত ১৭ জুন এক জরুরি সিন্ডিকেট সভায় শাবিপ্রবির সকল ক্লাস-পরীক্ষা আগামী ২৫ জুন পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
২ বছর আগে
ইবিতে ঈদুল আজহার ছুটি শুরু ২ জুলাই
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
রবিবার ইবির তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো.রাজিবুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ৫০ টাকায় কম্পিউটার বিক্রি, ইবির সেই কর্মকর্তাকে অব্যাহতি
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসমূহ এবং আগামী ২ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে।
জরুরি সেবাসমূহ এসময় চালু থাকবে বলে প্রেস-বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২ বছর আগে
বন্যায় দুর্ভোগ কমাতে ক্লাস-পরীক্ষায় সহনশীল শাবিপ্রবি প্রশাসন
ভারি বর্ষণ ও উজানের ঢলে সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট নগরীতে বন্যার্ত মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এই ভোগান্তি থেকে বাদ পড়েনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। বন্যায় দুর্ভোগ কমাতে ক্লাস-পরীক্ষায় সর্বোচ্চ সহনশীল আচরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে শাবিপ্রবি প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা অধ্যাপক আমিনা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটে চলমান প্রাকৃতিক দুর্যোগ বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রতি সর্বোচ্চ সতর্কতা ও সহনশীলতার মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই অবস্থায় শিক্ষার্থীরা যারা বন্যায় আক্রান্ত হয়েছেন এক্ষেত্রে বিভাগগুলো যদি বিবেচনা করে মনে করেন শিক্ষার্থীদের চলমান চূড়ান্ত পরীক্ষাগুলো প্রয়োজন অনুযায়ী পেছানো সম্ভব সেক্ষেত্রে নিজ নিজ বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। একইসঙ্গে যেসকল অনাবাসিক শিক্ষার্থী বন্যায় আক্রান্ত হয়ে সেগুলোতে অবস্থান করছে তাদের নিরাপদ আশ্রয়ের জন্য আবাসিক হল প্রাধ্যক্ষদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও স্বশরীরে চলমান ক্লাস ব্যবস্থাপনায় বিঘ্নতা তৈরি হলে বিভাগগুলো স্বশরীরের পরিবর্তে অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনা করতে পারবে।বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা বলেন, সিলেটে বর্তমান পরিস্থিতিতে যে মানবিক বিপর্যয় চলছে তা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ জায়গা থেকেই মোকাবিলা করতে চায়। শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় প্রশাসন তা সুনিশ্চিত করতে চায়।
আরও পড়ুন: সিলেটের বন্যায় দুর্ভোগে শাবিপ্রবি শিক্ষার্থীরা
শাবিপ্রবিতে সুমন হত্যা মামলায় ছাত্রলীগের ৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
২ বছর আগে