বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে মুষলধারে বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার থেকে আগামী ১০ আগস্ট (বৃহস্পতিবার) পর্যন্ত সব অনুষদের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
সোমবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়। তবে এই সময় অফিস খোলা থাকবে।
আরও পড়ুন: চবিতে সাংবাদিককে নির্যাতন, ২ ছাত্রলীগকর্মী বহিস্কার
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে টানা বর্ষণে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিন দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে ভূমিধসে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চবি শাটল ট্রেন চলাচল বন্ধ ছিল।