ওয়েবফিল্ম
বাংলাদেশের ওয়েবফিল্মে শ্রীলেখা মিত্র
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের ভক্ত এ দেশেও অনেক। ওপার বাংলার প্রিয় তারকার অভিনয় এবার দেখা যাবে বাংলাদেশের ওয়েবফিল্মে।
রাশেদ রাহা পরিচালিত ‘কলকাতা ডায়েরিজ’ ওয়েবফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর।
ওয়েবফিল্মটির খবর ইউএনবিকে নিশ্চিত করেছেন খায়রুল বাশার নির্ঝর। বাংলাদেশের কোন প্ল্যাটফর্মে ‘কলকাতা ডায়েরিজ’ দেখা যাবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই সেটি জানা যাবে।
আরও পড়ুন: রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে ‘হৈমন্তীর ইতিকথা’ দিয়ে বড়পর্দায় অভিষেক ঐশিকা ঐশির
‘কলকাতা ডায়েরিজ’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। কিছুদিন আগেই কলকাতার বিভিন্ন জায়গায় ওয়েবফিল্মটির শুটিং হয়। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ওয়েবফিল্মটি। গল্পে মূল চরিত্র অনামিকা সাহা (শ্রীলেখা মিত্র) নির্ঝঞ্ঝাট স্বাধীন জীবনযাপন করা একজন। সংসার জীবনে ইতি টানলেও নিজের জীবনকে উদ্যমের সঙ্গে এগিয়ে নিয়ে গেছেন।
একটি প্রসাধনী সংস্থার কর্ণধার তিনি। তাই ব্যবসা নিয়েই তার ব্যস্ততা। তার প্রতিষ্ঠানে নতুন চাকরিতে আসা অল্প বয়সী মেয়ে শর্মি। যার সঙ্গে অনামিকার বন্ধুত্ব গড়ে উঠে। এর মধ্যে গল্পে যোগ হয় বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়া এক ছেলে পিকে’র চরিত্র। এখান থেকে গল্প নতুন দিকে মোড় নেয়।
‘কলকাতা ডায়েরিজ’-এ আরও অভিনয় করেছন দর্শনা বণিক, সিফাত আমিন, শান্তিলাল মুখোপাধ্যায়, অরিজিৎ গুহ প্রমুখ।
আরও পড়ুন: ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরির অভিযোগ
বান্নাহ’র মিষ্টি প্রেমের গল্পে শ্রাবণ্য-আরশ
১ বছর আগে
‘পরি’র আইটেম গানে পূজা চেরি
এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির নতুন ওয়েব ফিল্ম ‘পরি’র কথা প্রায় সবার জানা। থাইল্যান্ডে এই শুটিংয়ের ছবি নিয়ে জোভানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন রটেছিল।
এছাড়া এ নিয়ে নেহাত কম জল ঘোলা হয়নি। তবে সব কিছু পেরিয়ে কিছুদিন আগেই ওয়েবফিল্মটির খবর প্রকাশ পায়।
আরও পড়ুন: অস্কার ২০২৩: কোথায় ও কখন দেখবেন এবারের আয়োজন
এবার জানা গেল এর আইটেম গানে পার্টি লুকে দেখা যাবে পূজাকে। আর সেই চমক এরইমধ্যে প্রকাশ হয়েছে।
‘এক দুই তিন’ শিরোনামে গানটি ইউটিউবে আসার পরেই ছড়িয়ে গেছে শ্রোতাদের মাঝে। আদ্রিজা ব্যানার্জির গাওয়া গানটিতে পূজাকে দেখা গেছে গ্ল্যামারার্স পার্টি লুকে ক্লায়েন্টদের মনোরঞ্জন করতে।
‘পরি’ ফিল্মের একটি গুরুত্বপূর্ণ সময়ে গানটি দেখানো হয়। অধ্যয়ন ধারার কথা, সুর ও সঙ্গীতে গানটির চিত্রায়ন করেছেন রাজু রাজ ও বিদ্রোহী দীপন।
পাচারকারীদের খপ্পড়ে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। ফিরে আসতে চান দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়?
ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রেটি অভিনেতা। এমনই গল্পে নির্মিত হয়েছে পরি।
মাহমুদুর রহমান হিমির নির্মিত ওয়েবফিল্মটিতে জোভান-পূজা ছাড়া আরও অভিনয় করেছেন- তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু ও সিনথিয়াসহ আরও অনেকে।
ওয়েবফিল্মটির চিত্রনাট্য করেছেন রায়হান খান।
আরও পড়ুন: অস্কার ২০২৩: আয়োজনে সেরা পোশাক পরা সেলিব্রেটিরা
সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিশেল ইয়েহ, অস্কারে ইতিহাস গড়লেন
১ বছর আগে
‘শুল্কপক্ষ’ শেষ পর্যন্ত দর্শককে আটকে রাখবে: সুনেরাহ
প্রথম সিনেমা দিয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল। তবে ‘ন ডরাই’-এর পর আর বড়পর্দায় পাওয়া যায়নি তাকে। সেই অপেক্ষায় কিছুটা হলেও অবসান হলো তার ওয়েবফিল্ম ‘শুল্কপক্ষ’ দিয়ে।১১ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে সুনেরাহ অভিনীত ওয়েবফিল্ম ‘শুল্কপক্ষ’। এটি নির্মাণ করেছেন ভিকি জায়েদ।
ওয়েবফিল্মটিতে অন্যতম আরও দুটি চরিত্রে দেখা যাবে খায়রুল বাশার ও জিয়াউল রোশানকে।‘শুল্কপক্ষ’ প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘গল্প পছন্দের ব্যাপারে সবসময় চেষ্টা থাকে অভিনয়ের জায়গাটা কত ভালো পাব সেটি খেয়াল রাখা। এটি তেমনই একটি কাজ। বাকীটা দর্শকরা বলতে পারবেন। তবে আমার জায়গা থেকে বলব এটি বেশ যত্ন নিয়ে করা, শুল্কপক্ষ শেষ পর্যন্ত দর্শককে আটকে রাখবে।’
আরও পড়ুন: চুড়ি-ফিতা বিক্রেতা মৌসুমী!একই ইউনিভার্সিটি থেকে পর পর তিনজন মেয়ে নিখোঁজ হয়েছে। কেউ একজন টার্গেট করছে তরুণীদের। মঞ্জুর ধারণা, তার পছন্দের মানুষ লাবণীও হতে পারে অপহরণের শিকার। কিন্তু শুধু ধারণার ওপর ভর করে মঞ্জু কী করে বাঁচাতে পারবে লাবণীকে?
এমন এক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘শুক্লপক্ষ’।
নিজের প্রথম ওয়েবফিল্ম নিয়ে সুনেরাহ আরও বলেন, ‘দর্শক হিসেবে যখন শুক্লপক্ষ-এর স্ক্রিপ্ট পড়েছি তখনই কাজ করার আগ্রহ জন্মেছিল। ভিকি জাহেদের থ্রিলার মানেই তো অন্যরকম কিছু। উনার কাজ আমার বরাবর ভালো লাগে। সেই সাথে আমার কো-আর্টিস্ট যারা ছিলেন তারা সকলেই ক্যারেক্টারগুলোর সাথে জাস্টিস করেছেন।’শুটিং-এ কি ধরনের চ্যালেঞ্জ ছিল জানতে চাইলে সুনেরাহ বলেন, ‘সিনেমাতে আমাকে অনেকগুলো লুকে দেখা যাবে। যেটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। সেই সাথে আমরা একদিন জঙ্গলে শ্যুট করেছিলাম। সেখানে খুবই ভয়াবহ অবস্থার মধ্যে ছিলাম। আমার সারা শরীরে পোকার আক্রমণে পুরো নাজেহাল অবস্থা ছিল। সবকিছু অনেক কষ্টে সামলে নিয়ে কাজটি করেছি।’
আরও পড়ুন: ২৫০ বছর ধরে ‘কারাগার’-এ চঞ্চল চৌধুরী
অ্যামাজন প্রাইমে বাংলাদেশের সিনেমা
২ বছর আগে
তাহসান-তিশা জুটির ওয়েবফিল্ম ‘মানি মেশিন’
বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘মানি মেশিন’ মুক্তি পেতে যাচ্ছে ৪ জুন (শনিবার) রাত ৮টায় আরটিভিপ্লাসে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর ব্যানারে সৈয়দ আশিক রহমানের প্রযোজনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর গল্প ও পরিচালনায় মানি মেশিন এর শুটিং শেষ হয় গত বছরের শেষ দিকে। চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান।‘মানি মেশিন’-এ অভিনয় করেছেন- তাহসান খান, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মুনিরা আক্তার মিঠু, ফজলুল বাশার, মিলি বাশার প্রমুখ।
ওয়েবফিল্ম মানি মেশিন এর প্রযোজক ও আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ইউএনবিকে বলেন, ‘ওয়েবফিল্মটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবে আশা করি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ কাজটি খুব যত্ম নিয়ে কাজটি করেছেন। তাহসান ও তিশাসহ অভিনয়শিল্পীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজটি করেছেন।’অন্যদিকে,পরিচালক মুহম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘চেষ্টা করেছি ভিন্নভাবে নির্মাণ করার। অনেকদিন ধরেই মুক্তির জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে সময় নির্ধারণ হলো। তাহসান-তিশা জুটি ছোটপর্দায় বেশ জনপ্রিয়। আশা করি ওয়েবফিল্মেও দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।’
আরও পড়ুন: সিয়াম আহমেদ এবার বলিউডে
সেরা অভিনেত্রী হিসেবে কলকাতায় সম্মাননা পেলেন জয়া আহসান
২ বছর আগে