প্রথম সিনেমা দিয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল। তবে ‘ন ডরাই’-এর পর আর বড়পর্দায় পাওয়া যায়নি তাকে। সেই অপেক্ষায় কিছুটা হলেও অবসান হলো তার ওয়েবফিল্ম ‘শুল্কপক্ষ’ দিয়ে।
১১ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে সুনেরাহ অভিনীত ওয়েবফিল্ম ‘শুল্কপক্ষ’। এটি নির্মাণ করেছেন ভিকি জায়েদ।
ওয়েবফিল্মটিতে অন্যতম আরও দুটি চরিত্রে দেখা যাবে খায়রুল বাশার ও জিয়াউল রোশানকে।
‘শুল্কপক্ষ’ প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘গল্প পছন্দের ব্যাপারে সবসময় চেষ্টা থাকে অভিনয়ের জায়গাটা কত ভালো পাব সেটি খেয়াল রাখা। এটি তেমনই একটি কাজ। বাকীটা দর্শকরা বলতে পারবেন। তবে আমার জায়গা থেকে বলব এটি বেশ যত্ন নিয়ে করা, শুল্কপক্ষ শেষ পর্যন্ত দর্শককে আটকে রাখবে।’
আরও পড়ুন: চুড়ি-ফিতা বিক্রেতা মৌসুমী!
একই ইউনিভার্সিটি থেকে পর পর তিনজন মেয়ে নিখোঁজ হয়েছে। কেউ একজন টার্গেট করছে তরুণীদের। মঞ্জুর ধারণা, তার পছন্দের মানুষ লাবণীও হতে পারে অপহরণের শিকার। কিন্তু শুধু ধারণার ওপর ভর করে মঞ্জু কী করে বাঁচাতে পারবে লাবণীকে?
এমন এক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘শুক্লপক্ষ’।
নিজের প্রথম ওয়েবফিল্ম নিয়ে সুনেরাহ আরও বলেন, ‘দর্শক হিসেবে যখন শুক্লপক্ষ-এর স্ক্রিপ্ট পড়েছি তখনই কাজ করার আগ্রহ জন্মেছিল। ভিকি জাহেদের থ্রিলার মানেই তো অন্যরকম কিছু। উনার কাজ আমার বরাবর ভালো লাগে। সেই সাথে আমার কো-আর্টিস্ট যারা ছিলেন তারা সকলেই ক্যারেক্টারগুলোর সাথে জাস্টিস করেছেন।’
শুটিং-এ কি ধরনের চ্যালেঞ্জ ছিল জানতে চাইলে সুনেরাহ বলেন, ‘সিনেমাতে আমাকে অনেকগুলো লুকে দেখা যাবে। যেটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। সেই সাথে আমরা একদিন জঙ্গলে শ্যুট করেছিলাম। সেখানে খুবই ভয়াবহ অবস্থার মধ্যে ছিলাম। আমার সারা শরীরে পোকার আক্রমণে পুরো নাজেহাল অবস্থা ছিল। সবকিছু অনেক কষ্টে সামলে নিয়ে কাজটি করেছি।’
আরও পড়ুন: ২৫০ বছর ধরে ‘কারাগার’-এ চঞ্চল চৌধুরী