ডেল্টা প্ল্যান ২১০০
কৃষি পদ্ধতির যান্ত্রিকীকরণে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মুহম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, উচ্চ ফলন পেতে এবং কৃষকদের কাজের চাপ কমাতে সরকার ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতির যান্ত্রিকীকরণে কাজ করছে।
তিনি বলেন, এ খাতের যান্ত্রিকীকরণের জন্য বিশাল ভর্তুকি দেয়া হয়। কৃষি প্রক্রিয়াকরণ, উন্নত ফসলের জাত এবং প্রযুক্তিগত উদ্ভাবন ও জলবায়ু-সহনশীল কৃষির ওপর জোর দেয়া হচ্ছে।
রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০- এর আন্তর্জাতিক সম্মেলনে ‘কৃষির রূপান্তর’ শীর্ষক সেশনে বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: পতিত জমি চাষে সব ধরনের সহযোগিতা দেয়া হবে: কৃষিমন্ত্রী
দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ তুলে ধরে মন্ত্রী বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে টেকসই খাদ্য নিরাপত্তায় আমরা গুরুত্ব দিচ্ছি।
সরকার পতিত জমি পুনরুদ্ধার, খরা, লবণাক্ততা, ফসলের ঘনত্ব বৃদ্ধি, অধিক ফলনশীল জাত উদ্ভাবন ও চাষাবাদ, ভূ-পৃষ্ঠের পানির ব্যবহার বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সহনশীল কৃষির মতো প্রতিকূল অবস্থায় ফসল চাষে কাজ করছে বলে জানান মন্ত্রী।
সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেদারল্যান্ডসের ওয়াজেনিনজেন ইউনিভার্সিটির রিসার্চ প্রেসিডেন্ট লুসি ফ্রেসকো।
আরও পড়ুন: ভোজ্যতেলের ওপর আমদানি নির্ভরতা কমাতে কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ কৃষিমন্ত্রীর
২ বছর আগে
ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে আন্তর্জাতিক সহায়তার ওপর জোর প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে বন্ধুত্বপূর্ণ দেশ ও উন্নয়ন সহযোগীদের সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সেনারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ডেলটা প্ল্যান-২১০০ ইন্টারন্যাশনাল কনফারেন্স: বাস্তবায়নে সমস্যা ও প্রতিবন্ধকতা’- শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন। সম্মেলনে দেশ-বিদেশের নীতিনির্ধারক, গবেষক, শিক্ষক, উন্নয়ন কর্মী এবং উন্নয়ন সহযোগীরা অংশগ্রহণে করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থায়ন থেকে শুরু করে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের প্রতিটি ক্ষেত্রে দেশে ও বিদেশে আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ বা উন্নয়ন অংশীদার সকলের সহযোগিতা বা অংশগ্রহণ খুবই অপরিহার্য।’
আরও পড়ুন: উন্নয়ন প্রকল্পে পরিবেশের ওপর গুরুত্ব দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
২ বছর আগে