প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে বন্ধুত্বপূর্ণ দেশ ও উন্নয়ন সহযোগীদের সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সেনারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ডেলটা প্ল্যান-২১০০ ইন্টারন্যাশনাল কনফারেন্স: বাস্তবায়নে সমস্যা ও প্রতিবন্ধকতা’- শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন। সম্মেলনে দেশ-বিদেশের নীতিনির্ধারক, গবেষক, শিক্ষক, উন্নয়ন কর্মী এবং উন্নয়ন সহযোগীরা অংশগ্রহণে করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থায়ন থেকে শুরু করে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের প্রতিটি ক্ষেত্রে দেশে ও বিদেশে আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ বা উন্নয়ন অংশীদার সকলের সহযোগিতা বা অংশগ্রহণ খুবই অপরিহার্য।’
আরও পড়ুন: উন্নয়ন প্রকল্পে পরিবেশের ওপর গুরুত্ব দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর