পোশাক শ্রমিক নিহত
সাভারে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত
সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে সাভারের সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পলাশ চন্দ্র মিস্ত্রির (৩৫) বাড়ি ঠাকুরগাঁও।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভারের কলমা এলাকায় গত রাত সাড়ে ১১টার দিকে গার্মেন্টস ছুটির পর পলাশ চন্দ্র মিস্ত্রি নামের ওই শ্রমিক আশুলিয়ার কুরগাঁও-এ নিজ ভাড়া বাসায় যাওয়ার জন্য একটি গাড়িতে উঠেন।
আরও পড়ুন: রাজধানীতে বাসের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
পরে তিনি সিএন্ডবি এলাকায় গাড়ি থেকে নামলে ছিনতাইকারীরা তাকে ধরে তার মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তখন তিনি বাধা দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার মৃত্যু হয়।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও পড়ুন: গাজীপুরে বাসচাপায় নিরাপত্তারক্ষীর মৃত্যু, পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
১ বছর আগে
সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় পোশাক শ্রমিক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাশঁবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রবিবার দুপুরে মাইক্রোবাসের চাপায় এক পোশাক শ্রমিক নিহত এবং দুজন আহত হয়েছেন।
৪ বছর আগে