প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী
জাতীয় প্রেস ক্লাবে আব্দুল গাফফার চৌধুরীর জানাজা শনিবার
প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট এবং ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এর রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর নামাজে জানাজা আগামীকাল শনিবার বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে।
শুক্রবার প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শনিবার গাফফার চৌধুরীর দাফন
এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান শুক্রবার এক বিবৃতিতে প্রয়াত আব্দুল গাফফার চৌধুরীর জানাজায় অংশগ্রহণ ও তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ক্লাব সদস্য, সাংবাদিক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: আবদলু গাফ্ফার চৌধুরীর মেয়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
১৯ মে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবীণ এই সাংবাদিক ৮৮ বছর বয়সে লন্ডনের একটি হাসপাতালে মারা যান। আগামী শনিবার দুপুর ১২টার দিকে তার মরদেহ লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছানো কথা রয়েছে।
২ বছর আগে