ব্যর্থ রাষ্ট্র
স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুর খুনিরা সবসময় বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বানানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সর্বদা তৎপর রয়েছে।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশ আমাদের দেশ। আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে স্বাধীনতাবিরোধীরা এবং জাতির পিতার খুনিরা সর্বদা তৎপর রয়েছে।’
রবিবার গণভবনে টানা দশম মেয়াদে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তার সমাপনী বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য সরকার ২৯ বছর ধরে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে – ১৯৭৫ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত।
তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে টানা তিনবার ক্ষমতায় আসতে পেরে ২০০৯ সাল থেকে জনগণের ভোট পেয়ে এখন বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এবং দেশের মানুষ মর্যাদা পেয়েছে।
তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের একমাত্র সিদ্ধান্ত বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। তিনি আরও বলেন, ‘আমাদের সমর্থনকারী সাধারণ মানুষই আমাদের ক্ষমতার সবচেয়ে বড় উৎস। তাই প্রতিটি নেতাকর্মীকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে।’
১ বছর আগে
জিয়া-এরশাদ-খালেদা দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চেয়েছিল: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়া, এরশাদ ও খালেদা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।
তিনি বলেন, ‘তারা ২৯ বছর রাষ্ট্রের ক্ষমতায় ছিল। আর বঙ্গবন্ধু সাড়ে তিন বছর ও শেখ হাসিনা সাড়ে ১৮ বছর মোট ২২ বছরের মতো আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছি। তারা ২৯ বছরে কী করেছে আর ২২ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে- সেই হিসাব যদি মিলান, তাহলেই বুঝতে পারবেন তারা কখনোই বাংলাদেশের উন্নয়ন চায়নি। বাংলাদেশকে জিয়া, এরশাদ ও খালেদা একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।’
আরও পড়ুন: মানবতার সেবায় অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করুন: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত জাতীয় সংগঠন খেলাঘরের দুই যুগ পূর্তি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সম্মেলনে মন্ত্রী এই সব কথা বলেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করে ক্ষমতায় এসেছিল, তাদের সাধের পাকিস্তান যেমন আজকে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্র বাংলাদেশকেও তারা তেমন ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করেছিল।
তিনি বলেন, বাংলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে আবার ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে পরাজিত করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ফিরিয়ে এনেছে।
আরও পড়ুন: তামাক নিয়ন্ত্রণে আইন শক্তিশালী করতে পদক্ষেপ নেবে সরকার: মোজাম্মেল হক
খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।
২ বছর আগে