বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সুপ্রিম কোর্টের রায়ে জামায়াত ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে: বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বলেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। কারণ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দলের আপিল খারিজ করে দিয়েছে।
সোমবার (২০ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, সরকারবিরোধী রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে ‘অন্যায়’ রায় দিয়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত করার ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়।
তিনি বলেন, ‘যদিও দেশের জনগণ এই রায়ে (জামায়াতের বিরুদ্ধে) বিস্মিত হয়নি। তারা ন্যায়বিচারের শেষ অবলম্বন বিচার বিভাগের ব্যক্তিদের রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বক্তব্য এবং সরকারের ইচ্ছা পূরণে সহায়তা করার ঘটনায় হতাশ।’
বিএনপি নেতা বলেন, জামায়াত ইতোমধ্যেই এই রায়কে 'বিচারহীন' বলে বর্ণনা করেছে।
রিজভী আরও বলেন, যে কোনো বিরোধী দল গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার বিভাগ কর্তৃক তার গণতান্ত্রিক অধিকার রক্ষা পাওয়ার যোগ্য। ‘এর কোনো ব্যতিক্রম গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থী। এটাও অগ্রহণযোগ্য।’
পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ বিএনপির ১৪ নেতা-কর্মীকে দেড় বছরের কারাদণ্ডের ঢাকার আদালতের রায়ের নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।
আরও পড়ুন: বুধবার থেকে আবারও বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ
তিনি বলেন, ‘নির্বাচনের আগে মাঠ পরিষ্কার করার জন্য এই নির্দেশিত রায়গুলো ভালভাবে ডিজাইন করা হয়েছে। এই তরুণ নেতাদের সাজা দিয়ে যদি আটক করা যায়, তাহলে শেখ হাসিনার অবৈধ ক্ষমতা দীর্ঘকাল চলবে। এই পরিকল্পনার অংশ হিসেবে, এই নেতাদের সাজা দেওয়া হয়েছে।’
এর আগে রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতে ইসলামীর দায়ের করা লিভ-টু-আপিল খারিজ করে, হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ করে যা নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন বাতিল করেছে।
শুনানির নির্ধারিত তারিখে অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলীসহ দলের আইনজীবীদের ঘন ঘন অনুপস্থিতির কারণে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ বরখাস্তের আদেশ দেন।
রাজনৈতিক দল হিসেবে ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেয় ইসি।
এই নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট আবেদন করেন তরীকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি।
আবেদনে তারা বলেন, জামায়াত একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না।
আরও পড়ুন: বিশ্ব স্বীকৃতি দিয়েছে বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসের অপপ্রচার একতরফা নির্বাচনের কৌশল: রিজভী
রাজধানীর বিভিন্ন স্থানে হরতাল উপলক্ষে বিএনপি ও জোটের সমাবেশ
১ বছর আগে
জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও সহযোগী সংগঠনের যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় ফখরুল বলেন, বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমান শুধু প্রাসঙ্গিকই নয়, গুরুত্বপূর্ণও। এ কারণে আমরা দলের পক্ষ থেকে দিবসটি স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি।
আরও পড়ুন: জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত
তিনি বলেন, আসুন আমরা সেই ব্যক্তিকে যথাযথ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং যিনি আমাদের পথ দেখিয়েছিলেন।
এছাড়া আমরা একটি স্বাধীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ আবাস গড়তে দিবসটি উদযাপন করব।
ফখরুল বলেন, ‘আমাদের মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে লড়াই করেছি। তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কিন্তু তারা একথা পুরোপুরি ভুলে গেছে এবং ধ্বংস (ইতিহাস) করেছে। এ চেতনা একটি মুক্ত সমাজ এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ছিল, কিন্তু তারা তা ধ্বংস করেছে।’
তিনি বলেন, দেশের মানুষ এখন জেগে উঠেছে, ইতোমধ্যে পুলিশের গুলিতে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন অপরাধীদের নির্যাতনে বিএনপির ১৫ নেতাকর্মী মারা গেছেন। এছাড়া ১৫ বছরে বিএনপির ছয় শতাধিক নেতাকে গুম করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, ৩৪-৪০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এবং এখনও রুহুল কবির রিজভী, আবদুস সালাম, খায়রুল কবির, শিমুল বিশ্বাসসহ এক হাজারের বেশি বিএনপি নেতা কারাগারে রয়েছেন।’
বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে- ১৯ জানুয়ারি সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ এবং বিকাল ৩টায় জিয়ার স্মরণে বাংলাদেশ ইনস্টিটিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৭ জানুয়ারি মহিলা দল, ২১ জানুয়ারি শ্রমিক দল, ২২ জানুয়ারি মুক্তিযোদ্ধা দল, ২৩ জানুয়ারি কৃষক দল, ২৪ জানুয়ারি যুবদল এবং ২৬ জানুয়ারি স্বেচ্ছাসেবক দল-এর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৮ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে একটি চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিনে উলামা দল আয়োজিত মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হবে।
এছাড়া ঢাকা মহানগর বিএনপি (উত্তর-দক্ষিণ) ১৯ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করবে।
আগামী ২০ জানুয়ারি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণকারী জিয়াউর রহমান ১৯৭৮ সালে তার দল বিএনপি প্রতিষ্ঠা করেন এবং দেশের ৭ম রাষ্ট্রপতি হন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা জিয়াকে হত্যা করে।
আরও পড়ুন: জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী সোমবার
জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী আজ
১ বছর আগে
ঢামেক মর্গে মকবুলের মরদেহ দেখতে ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে বুধবার পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত মকবুল হোসেনের মরদেহ দেখতে যান।
বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন যে বৃহস্পতিবার সকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পুলিশ বাধা দিলে, বিএনপির জ্যেষ্ঠ এই নেতা সেখানে (ঢামেক) যান।
ফখরুল হাসপাতালে নিহত মকবুলের স্ত্রী হালিমা ও মেয়ে মিতুলকে সমবেদনা জানান এবং তাদের আর্থিক সহায়তা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় পল্লবীর পাঁচ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন নিহত হন।
আরও পড়ুন: বিএনপির কার্যালয়ে বোমাগুলো পুলিশ রেখেছিল: ফখরুল
ফখরুলকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যেতে বাধা
নয়াপল্টনে পুলিশের অভিযানে নিহত ২, শতাধিক আহত, গ্রেপ্তার ৬০০: ফখরুল
২ বছর আগে
জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী সোমবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালন করবে। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের জন্য বিএনপি ও এর সহযোগী সংগঠনসমূহ দেশব্যাপী ১০ দিনের কর্মসূচী ঘোষণা করেছে।
আজ (রবিবার) ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পালন শুরু হয়েছে এবং শেষ হবে ৭ জুন।
আরও পড়ুন: আ.লীগের নেতারা মাথা নত করে দেশ ছাড়বেন: ফখরুল
কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী, কালো ব্যাজ ধারণ, পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ এবং দুস্থদের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ।
১৯৭৮ সালে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিদ্রোহী সেনা কর্মকর্তার হাতে নিহত হন।
দিবসটি পালনে সোমবার সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দল ও সহযোগী সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতারা সকালে শেরে বাংলা নগরে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন।
মৃত্যুবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে ৭ জুন পর্যন্ত জিয়ার কর্মজীবন নিয়ে আলোচনার আয়োজন করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির নেতারা রাজধানীর বিভিন্নস্থানে দুস্থদের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করবেন।
দলের সকল জেলা, মহানগর ও থানা শাখাও বিএনপির সিনিয়র নেতাদের অংশগ্রহণে আলোচনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে।
আরও পড়ুন: সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ছাত্রদলের ওপর হামলা হয়েছে: বিএনপি
হাইকোর্ট প্রাঙ্গণে সহিংসতা: প্রধান বিচারপতি বিবৃতি না দেয়ায় ফখরুলের ক্ষোভ
২ বছর আগে