বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও সহযোগী সংগঠনের যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় ফখরুল বলেন, বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমান শুধু প্রাসঙ্গিকই নয়, গুরুত্বপূর্ণও। এ কারণে আমরা দলের পক্ষ থেকে দিবসটি স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি।
আরও পড়ুন: জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত
তিনি বলেন, আসুন আমরা সেই ব্যক্তিকে যথাযথ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং যিনি আমাদের পথ দেখিয়েছিলেন।
এছাড়া আমরা একটি স্বাধীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ আবাস গড়তে দিবসটি উদযাপন করব।
ফখরুল বলেন, ‘আমাদের মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে লড়াই করেছি। তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কিন্তু তারা একথা পুরোপুরি ভুলে গেছে এবং ধ্বংস (ইতিহাস) করেছে। এ চেতনা একটি মুক্ত সমাজ এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ছিল, কিন্তু তারা তা ধ্বংস করেছে।’
তিনি বলেন, দেশের মানুষ এখন জেগে উঠেছে, ইতোমধ্যে পুলিশের গুলিতে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন অপরাধীদের নির্যাতনে বিএনপির ১৫ নেতাকর্মী মারা গেছেন। এছাড়া ১৫ বছরে বিএনপির ছয় শতাধিক নেতাকে গুম করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, ৩৪-৪০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এবং এখনও রুহুল কবির রিজভী, আবদুস সালাম, খায়রুল কবির, শিমুল বিশ্বাসসহ এক হাজারের বেশি বিএনপি নেতা কারাগারে রয়েছেন।’
বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে- ১৯ জানুয়ারি সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ এবং বিকাল ৩টায় জিয়ার স্মরণে বাংলাদেশ ইনস্টিটিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৭ জানুয়ারি মহিলা দল, ২১ জানুয়ারি শ্রমিক দল, ২২ জানুয়ারি মুক্তিযোদ্ধা দল, ২৩ জানুয়ারি কৃষক দল, ২৪ জানুয়ারি যুবদল এবং ২৬ জানুয়ারি স্বেচ্ছাসেবক দল-এর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৮ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে একটি চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিনে উলামা দল আয়োজিত মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হবে।
এছাড়া ঢাকা মহানগর বিএনপি (উত্তর-দক্ষিণ) ১৯ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করবে।
আগামী ২০ জানুয়ারি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণকারী জিয়াউর রহমান ১৯৭৮ সালে তার দল বিএনপি প্রতিষ্ঠা করেন এবং দেশের ৭ম রাষ্ট্রপতি হন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা জিয়াকে হত্যা করে।