আবুধাবি
আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার
সংযুক্ত আরব আমিরাত আবুধাবিতে নিজ বাসা থেকে মোহাম্মদ হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে দেশটির আজমান নামক নতুন শিল্প এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমান মর্দ্দন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত আলী মোহাম্মদের ছেলে।
মোহাম্মদ হোসেনের এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
আরও পড়ুন: ভোলার মেঘনায় ট্রলারডুবি, ৮ দিন পর লাশ উদ্ধার
মোহাম্মদ হোসেনের চাচা মোহাম্মদ ফরিদ তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, দীর্ঘ ৩৩ বছর ধরে আমিরাতে আজমানে ব্যবসা করে আসছেন। ব্যক্তিজীবনে মোহাম্মদ হোসেন খুবই সৎ এবং ন্যায় পরায়ন ছিলেন।
তিনি আরও বলেন, আমার বন্ধুর মতোই চলাফেরা করেছি। তার একটি গ্রোসারি দোকান ছিল। সেটি এক মাস আগে বিক্রি করে পাইকারী সবজি বিক্রি শুরু করেছিল। তাকে সর্বদায় নম্র-ভদ্র দেখেছি।
তিনি জানান, বর্তমানে তার লাশ খলিফা হাসপাতালের মর্গে রয়েছে। আমিরাতের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার লাশ দেশে পাঠানো হবে।
এদিকে বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ আব্দুস সালাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে প্রবাসীর লাশ দেশে পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: হবিগঞ্জে একদিনে শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে বন্ধ ঘর থেকে মা-বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার
১০ মাস আগে
আবুধাবির ‘বিগ টিকিট’ র্যাফেল ড্র’র ৩৫ মিলিয়ন দিরহাম জিতলেন প্রবাসী বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত নববর্ষের প্রথম বিগ টিকিট র্যাফেল ড্র সিরিজ ২৪৭-এ একজন বাংলাদেশি প্রবাসী ৩৫ মিলিয়ন দিরহাম জয়লাভ করেছে।
২০২২ সালের ১০ ডিসেম্বর আল আইন শহরের মোহাম্মদ রায়ফুল টিকিটটি ক্রয় করেন, যা তাকে এখন পর্যন্ত সবচেয়ে বড় গ্র্যান্ড প্রাইজ জয়লাভ করার সুযোগ করে দেয়।
৩৯ বছর বয়সী এই বিজয়ীকে র্যাফেল ড্র কমিটি ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলে প্রথমে ব্যর্থ হয়। কারণ সেসময় তিনি কাজ করছিলেন। আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভাগ্যক্রমে আয়োজকরা আল আইনের বাসিন্দার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় এবং তাকে জানায় যে তিনি জ্যাকপট জিতেছেন।
আরও পড়ুন: প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন করিম বেনজেমা
আল আইনে একটি ব্যবসা দাঁড় করানোর জন্য পিকআপ চালক হিসেবে কাজ করা রায়ফুল গত নয় বছর ধরে টিকিট ক্রয় করছেন। তার বিজয়ী টিকিটটি ২০ জন বন্ধুর একটি গ্রুপ অনলাইনে কিনেছিল এবং পুরস্কারের অর্থ এখন তাদের সবার মধ্যে ভাগ করা হবে।
তিনি বলেন, ‘আমি গত ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি। আমি বিশ্বাস করতে পারি না যে আমি জয়লাভ করেছি। আমি খুব উত্তেজিত ও আনন্দিত।’
কোনো ব্যবস্থা না করায় টাকা দিয়ে কী করবেন জানতে চাইলে রায়ফুল অনিশ্চিয়তার কথা বলেন।
আরও পড়ুন: আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ
পুলিৎজার জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা আজিম
১ বছর আগে
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) স্বল্পমূল্যের এয়ারলাইন হিসেবে আবুধাবি ও ঢাকা/চট্টগ্রামের মধ্যে আবুধাবিভিত্তিক উইজ এয়ার ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা চেয়েছে।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইউএই’র সম্পর্ক দিন দিন দৃঢ় হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের ৪ সমঝোতা স্মারক সই
তিনি রাষ্ট্রদূতের কথা শুনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মোমেন বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেন।
ইউএই’র রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে তার দেশের আগ্রহ প্রকাশ করেন।
তিনি বাণিজ্য ও বিনিয়োগ, বিমান ও শিপিং সংযোগ, কৃষি, খাদ্য নিরাপত্তা, ভাসমান সৌরশক্তি, ফার্মাসিউটিক্যালস, আইটি, বনায়ন ও ম্যানগ্রোভ বনের জন্য জোট ইত্যাদি বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
রাষ্ট্রদূত ২০২৩ সালে দুবাইতে অনুষ্ঠিতব্য কপ-২৮-এ বাংলাদেশের সমর্থনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন।
পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত।
মোমেন বলেন, রাষ্ট্রদূত থাকাকালে পারস্পরিক সুবিধার জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
তিনি সংযুক্ত আরব আমিরাতকে উন্নয়ন ও সমৃদ্ধির রোল মডেল হিসেবে রূপান্তরের জন্য সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
এক্সপো ২০২০ দুবাইয়ের দর্শনীয় আয়োজনের জন্য পররাষ্ট্রমন্ত্রী বিশেষভাবে নেতৃত্বকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: সংযুক্ত আরব আমিরাতের ভিসা সমাচার: গোল্ডেন ভিসা ও গ্রিন ভিসা
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত
২ বছর আগে
আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে আবুধাবিতে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা ও শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রবিবার (১৫ মে) আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের নবনির্বাচিত প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাৎ করে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জানান।
একইসাথে শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তাঁকে অভিনন্দন জানান।
এসময় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী, রাজপরিবারের সদস্যবৃন্দ, উচ্চপদস্থ কর্মকর্তা, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ইউএই’র নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
২ বছর আগে
আবুধাবির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
পাঁচ দিনের সরকারি সফরে সোমবার বিকালে আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বিকাল ৪টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানটির আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে (স্থানীয় সময়) অবতরণের কথা রয়েছে।
আরও পড়ুন: মূল্যবৃদ্ধির পেছনে করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দায়ী: প্রধানমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং আবুধাবির উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি ও নবায়নযোগ্য জ্বালানি সহ অন্যান্য সম্ভাব্য ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে আলোচনা হতে পারে।
প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
১২ মার্চ রাত সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: পাঁচ দিনের সরকারি সফরে আবুধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী
২ বছর আগে
পাঁচ দিনের সরকারি সফরে আবুধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী
পাঁচ দিনের সরকারি সফরে সোমবার বিকালে আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকদুমের আমন্ত্রণে এ সফর করছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
আরও পড়ুন: প্রযুক্তির যুগে নতুন প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেয়া যাবে না: প্রধানমন্ত্রী
বিমানটির আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে (স্থানীয় সময়) অবতরণের কথা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং আবুধাবির উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি ও নবায়নযোগ্য জ্বালানিসহ অন্যান্য সম্ভাব্য ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে আলোচনা হতে পারে।
প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ৭ মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
২ বছর আগে
ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
ড্যারিল মিচেল এবং জেমস নিশামের অতিমানবীয় ব্যাটিংয়ে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।
বুধবার রাতে আবুধাবিতে জয়ের জন্য ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ডের শেষ ৪ ওভারে প্রয়োজন ছিল ৫৭ রান। মিচেল এবং নিশাম ১৭তম এবং ১৮তম ওভারে যথাক্রমে ২৩ এবং ১৪ রান নিয়ে জয় অনেকটা সহজ করে নেন। শেষ দুই ওভারে কিউইদের প্রয়োজন ছিল ২০ রান। ১৯তম ওভারে মিচেল দুটি ছক্কা এবং একটি চারে এক ওভার বাকি থাকতেই জয় তুলে নেন।
মিচেল ৪৭ বলে চারটি চার ও সমান ছক্কায় ৭২ রান করে অপরাজিত থাকেন। নিশাম খেলা শেষ করে আসতে না পারলেও ১১ বলে তিন ছক্কা ও একটি চারে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন। উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়ে ৩৮ বলে ৪৬ রান করেন।
প্রথম ১০ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ছিল দুই উইকেটে ৫৮ রান। শেষ ১০ ওভারে তাদের প্রয়োজন ছিল ১০৯ রান, কিন্তু ৯ ওভারেই তারা এই রান তুলে নেন।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম সেমিতে আজ ইংল্যান্ড-নিউজিল্যান্ড মুখোমুখি
এর আগে নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। মঈন আলীর ৩৭ বলে ৫১ রানের উপর ভর করে ইংল্যান্ড ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েন।
১৯৮৩ সালের পর ইংল্যান্ড বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে পরাজিত হয়। এর আগে তারা টানা পাঁচটি বিশ্বকাপ সেমিফাইনালে জিতেছিল।
দুবাইয়ে আজ (১১ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। জয়ী দলের সাথে ১৪ নভেম্বর কিউইরা ফাইনালে মুখোমুখি হবে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: টসে জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
৩ বছর আগে
আবুধাবি থেকে দ্বিতীয় ধাপে ফিরলেন আটকা পড়া ১৫২ বাংলাদেশি
করোনাভাইরাসের কারণে আবুধাবিতে আটকা পড়া আরও ১৫২ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
৪ বছর আগে
দেশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আবুধাবি ত্যাগ
তিন দিনের সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর শেষে মঙ্গলবার দেশের উদ্দেশ্যে আবুধাবি ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ বছর আগে
পশ্চিম এশিয়ার দেশগুলোর সাথে কূটনীতি জোরদার করবে ঢাকা
পশ্চিম এশিয়ার দেশগুলোর সাথে কূটনীতি জোরদার করার লক্ষ্যে সেগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের অগ্রাধিকারের ক্ষেত্রগুলোর বিষয়ে সোমবার দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ বছর আগে