পাঁচ দিনের সরকারি সফরে সোমবার বিকালে আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকদুমের আমন্ত্রণে এ সফর করছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
আরও পড়ুন: প্রযুক্তির যুগে নতুন প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেয়া যাবে না: প্রধানমন্ত্রী
বিমানটির আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে (স্থানীয় সময়) অবতরণের কথা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং আবুধাবির উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি ও নবায়নযোগ্য জ্বালানিসহ অন্যান্য সম্ভাব্য ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে আলোচনা হতে পারে।
প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ৭ মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী