ইটনা
কিশোরগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু
কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরার সময় বজ্রপাতে ইয়াছিন মিয়া (৪৫) নামে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকাল ৯টায় উপজেলার ধনপুর ইউনিয়নের হাওরে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: খুলনায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
ইয়াছিন ইটনা ইউনিয়নের বড় হাটি গ্রামের মো. করম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নৌকা নিয়ে মাছ ধরতে হাওরে যান ইয়াছিন। সেসময় বজ্রপাতের আঘাতে নৌকা থেকে পড়ে পানিতে নিখোঁজ হন ইয়াছিন। নৌকায় থাকা অন্যরা ফায়ার সার্ভিস ও স্বজনদের খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই, দুপুর ১২টার দিকে ইয়াছিনের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: ভারতের বিহারে বজ্রপাতে ১৯ জনের মৃত্যু
নড়াইলে বজ্রপাতে নিহত ৩
৩০০ দিন আগে
ধনু নদীতে ট্রলারডুবি: নারীর লাশ উদ্ধার, শিশু নিখোঁজ
কিশোরগঞ্জের ইটনার ধনু নদীতে ট্রলারডুবির ঘটনায় মহল বেগম (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। উপজেলার এলংজুরী বাজার ঘাটের পাশে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
নিহত মহল বেগম মিঠামইনের ঢাকী ইউনিয়নের চরপাড়ার মৃত ছালেক মিয়ার স্ত্রী। নিখোঁজ শিশু রহমতুল্লার বয়স তিন বছর। তার বাড়ি ইটনা সদরের চরপাড়ায়।
এসব তথ্য নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা। তিনি জানান, সকাল ৮টার দিকে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চরপাড়া থেকে ৪০-৫০ জন যাত্রী নিয়ে চামড়াবন্দরের উদ্দেশে রওনা দেয় ট্রলারটি। সকাল সাড়ে ৯টার দিকে ইটনার এলংজুরী বাজারঘাটের পাশে পৌঁছালে ঘুরাতে গিয়ে এটি ডুবে যায়। পরে সব যাত্রী সাঁতরে তীরে উঠলেও এক নারী ও শিশু রহমতুল্লাহ নৌকার ভিতরে আটকে যায়। শিশুকে উদ্ধারে কার্যক্রম চলছে।
আরও পড়ুন: বরিশালে ট্রলারডুবি: আরও একজনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৪
বরিশালে ট্রলারডুবি: ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
১০৭০ দিন আগে