জাতীয় ফুটবল দল
ফিফা প্রীতি ম্যাচ: ইন্দোনেশিয়ার বিপক্ষে বুধবার মাঠে নামছে বাংলাদেশ
দীর্ঘ ১৪ বছর পর আগামীকাল ১ জুন (বুধবার) ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচেট স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বান্দুং শহরের সি জলাক হারুপাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ২৯ ধাপ এগিয়ে রয়েছে ইন্দোনেশিয়া।
বাংলাদেশ ও ইন্দোনেশিয়া এর আগে ছয়বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ চার ম্যাচে পরাজিত হয়েছে।
১৯৮৫ সালে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচে বাংলাদেশ একবার ইন্দোনেশিয়াকে ২-১ গোলে হারিয়েছিল।
এছাড়া ১৯৮৫ সালের কায়েদ-ই-আজম ট্রফিতে অন্য ম্যাচটি ১-১ ড্রয়ে শেষ হয়েছিল।
পড়ুন: অধিনায়কত্ব ছাড়তে চান মুমিনুল
বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল: উভয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর পৌরসভা
২ বছর আগে