মধুপুর
মধুপুরে প্রাইভেটকার-থ্রিহুইলার সংঘর্ষে নিহত ২, আহত ৬
টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকার ও থ্রিহুইলারের (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মালাউড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: সিলেটে বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনার দুই যাত্রী নিহত
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, একটি প্রাইভেটকার মধুপুর থেকে টাঙ্গাইলের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে করে প্রাইভেটকারটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ঘটনায় প্রাইভেটকার ও থ্রিহুইলারের সাতজন আহত হন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ঝালকাঠিতে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলে গরুবাহী ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩, আহত ২
৬ মাস আগে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী ও সন্তানসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার গাংগাইর গোমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- ধনবাড়ী উপজেলার পাইটকা গ্রামের মাইনুউদ্দিন (৪৫), তার স্ত্রী সাহেরা বেগম (৩৫) ও তাদের ছেলে সিয়াম (৭ বছর) এবং একই গ্রামের অটোরিকশার চালক ফরহাদ আলী (৩৫)।
মধুপুর সার্কেল সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানান, বিকাল ৩টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে মাইনুদ্দিন তার স্ত্রী-সন্তানদের নিয়ে মধুপুর যাচ্ছিলেন। তারা মধুপুরের গাংগাইর গোমা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু ঘটে।
আরও পড়ুন: সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
পাবনায় বাস উল্টে ২ নারী নিহত
পাবনায় সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পাবনার সুজানগরের সুলতানা খাতুন (২৭) ও আতাইকুলার মোর্শেদা বেগম (৭০)।
আহত যাত্রীদের অভিযোগ, বাস চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। যাত্রীরা নিষেধ করলেও শোনেননি তিনি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ঘটনার সময় সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে পাবনায় যাচ্ছিল মুহাম্মদ এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে পাবনা-কাশিনাথপুর মহাসড়কের আতাইকুলার মধুপুর গোরস্থানের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। গুরুতর আহত অন্তত ১৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ দু’জনের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত
২ বছর আগে