টাকার মান
ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমাল বাংলাদেশ ব্যাংক
ডলারে বিপরীতে টাকার মান আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার প্রতি ডলারের বিনিময়মূল্য ৯০ পয়সা বাড়ানো হয়েছে। ফলে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে হয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক বিশ্বব্যাপী পণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করতে বাংলাদেশি মুদ্রার এই অবমূল্যায়নের ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম ইউএনবিকে বলেন, নতুন বিনিময় হার আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোকে জানানো না হলেও আজ ৮৯ দশমিক ৯০ টাকা হারে ব্যাংকগুলোর কাছে ১৩৫ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
অস্থির বৈদেশিক মুদ্রা বাণিজ্য স্থিতিশীল করার জন্য বাংলাদেশ ব্যাংক মুদ্রার ঘন ঘন অবমূল্যায়নের আশ্রয় নিয়েছে।
পড়ুন: গত ১০ মাসে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৭ বিলিয়ন ডলার
মে মাসে রপ্তানি আয় ৯ মাসের মধ্যে সর্বনিম্ন ৩. ৮৩ বিলিয়ন ডলার
২ বছর আগে