হজ বুথ
আশকোনায় ইসলামী ব্যাংকের হজ বুথ চালু
হজযাত্রীদের সেবার জন্য ঢাকার আশকোনাস্থ হজ ক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
শুক্রবার (৩ জুন) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা হজ বুথের উদ্বধন করেন।
হজ বুথে হজযাত্রীদের ডলার ও সৌদি রিয়াল এনডর্সমেন্ট ও বিনিময় সেবা, এটিএম ও তথ্য সেবা এবং হজ পালনের গাইড বই প্রদান করা হচ্ছে।
এসময় অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খান, সিনিয়র এক্সিকিউটিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, একিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুঁইয়া ও ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পড়ুন: দেশবাসীর জন্য দোয়া করুন, হজযাত্রীদের প্রতি প্রধানমন্ত্রী
২ বছর আগে