হাজীগঞ্জ
চাঁদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
চাঁদপুরে হাজীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী মরিয়ম বেগমকে হত্যার দায়ে স্বামী মহিন উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ অক্টোবর) চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল হান্নান এই রায় দেন।
মরিয়ম বেগম (২৫) হাজীগঞ্জের মোল্লাডহর মিজি বাড়ির নেয়ামত উল্লাহ মিজির মেয়ে এবং মহিন উদ্দিন (৩৫) একই উপজেলার পূর্ব কাজিরগাঁও গ্রামের মোহন গাজী বাড়ীর লিয়াকত আলীর ছেলে।
আরও পড়ুন: রেনু হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
এই দম্পতির দুটি সন্তান রয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ব্যবসা ও বিদেশ যাওয়ার নামে স্ত্রী মরিয়মকে দিয়ে যৌতুক হিসেবে শ্বশুরের কাছ থেকে টাকা চায় মহিন উদ্দিন। এসব নিয়ে একাধিকবার পারিবারিকভাবে বৈঠক হয়। ২০১৭ সালের ২ নভেম্বর রাত ৮টা থেকে সাড়ে ১১টার মধ্যে কোনো এক সময় কথা কাটাকাটির এক পর্যায়ে মহিন উদ্দিন মরিয়মকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
মরিয়মের বাবা নেয়ামত উল্লাহ মিজি বলেন, ৩ নভেম্বর সকালে মেয়ের মৃত্যুর সংবাদ পাই। সেখানে গিয়ে ঘরে পাতলা কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় মেয়ের লাশ পাই। পরে পুলিশ এসে সুরতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়।
পরে ৭ নভেম্বর মরিয়মের বাবা নেয়ামত উল্লাহ মিজি হাজীগঞ্জ থানায় জামাতা মহিন উদ্দিনসহ ৫ জনকে আসামি করে মামলা করে।
মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৭ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন পিবিআই চাঁদপুরের তৎকালীন পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। এতে মামলার ৫ জন আসামির মধ্যে মহিন উদ্দিন ছাড়া ৪ জনকে অব্যাহতি দেওয়া হয়।
চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শামছুল ইসলাম মন্টু বলেন, প্রায় ৭ বছর চলমান মামলায় আদালত ৯ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। স্বাক্ষ্য গ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
১ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জে শহরের হাজীগঞ্জ এলাকায় শিপন মিয়া নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৩ আগস্ট) দুপুর দিকে হাজীগঞ্জ কেল্লার ভেতর থেকে শিপন মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
নিহত শিপন বন্দর উপজেলার অলিম্পিয়া এলাকার আব্দুল হানিফ মিয়ার ছেলে। তিনি একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন।
নিহতের মা শিল্পী বেগম বলেন, মোবাইলে ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি শিপন। পরে স্থানীয়রা লাশ দেখে পরিবারকে জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল রহিম বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ওই যুবক মাদক সেবন ও বিক্রি করত। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার কারণে এ ঘটনা ঘটেছে।’
আরও পড়ুন: সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইন্সুরেন্স কর্মী নিহত, আটক ১
জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
২ মাস আগে
হাজীগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে বাড়ির পুকুরে গোসল করতে নেমে ওমর ফারুক (৬) ও ফাইজা আক্তার (৮) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ মে) উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কিত্তনখোলা গ্রামে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
নিহত ওমর ফারুক ও ফাইজা আক্তার কিত্তনখোলা গ্রামের কামাল হোসেনের ছেলে ও মেয়ে।
স্বজনরা জানায়, শুক্রবার দুপুরের দিকে ওমর ফারুক ও ফাইজা আক্তার বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে এক পর্যায়ে তলিয়ে যায় ও ডুবে মারা যায়। পরে তাদের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। চিকিৎসক ডা. ফারহানা হোসেন তাদের মৃত ঘোষণা করেন।
ডা. ফারহানা হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তারা উভয়ে মারা গেছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, কোনো অভিযোগ না থাকায় কোনো মামলাও হয়নি।
আরও পড়ুন: সিলেটে খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু
চট্টগ্রামে খালের পানিতে ডুবে নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার
৪ মাস আগে
হাজীগঞ্জে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে অটোরিকশা উল্টে মহিন উদ্দিন নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে হাজীগঞ্জ-কচুয়া সড়কের বদরপুর মোড়ে ঢালে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত, আহত ২
মহিন উদ্দিন পৌরসভার ৮নং ওয়ার্ডের টোরাগড় ফকির বাড়ির মৃত ইউসুফ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, হাজীগঞ্জ-কচুয়া সড়কের বদরপুর মোড়ে ঢালে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ অটোরিকশাটি উল্টে তিনি নিচে চাপা পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: গাজীপুরে বালু-খোয়ার স্তপ থেকে যুবকের লাশ উদ্ধার
বগুড়ায় হাতকড়াসহ ২ আসামির পলায়ন, ৪ পুলিশ বরখাস্ত
৭ মাস আগে
চাঁদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার (২) ও মো. ইয়ামিন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা আড়াইটায় থেকে ৩টার মধ্যে মকিবাদ ও কংগাইশ এলাকায় পৃথক এই ঘটনা ঘটে।
উভয় শিশুকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত শিশুদের মধ্যে রাইসা পৌর এলাকার মকিমাবাদ বেপারী বাড়ির মো. আব্দুর রহিমের মেয়ে এবং ইয়ামিন কংগাইশ এলাকার মো. লিটন মিয়ার ছেলে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু
রাইসার স্বজনরা জানায়, তার বাবা প্রবাসে থাকায় মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতো। দুপুরে বাড়ির সবার অগোচরে পশ্চিম পাশের ডোবার পানিতে ডুবে যায়। পরে তাকে পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তার বাবার বাড়ি উপজেলার কালচোঁ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামে।
অপরদিকে ইয়ামিনের স্বজনরা জানায়, দুপুরে নিখোঁজ হয় ইয়ামিন। বাড়ির পুকুরের পানিতে তার লাশ ভেসে ওঠে। তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নঈম ইউএনবিকে জানান, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়।
দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ।
আরও পড়ুন: সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কচুয়ায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
৯ মাস আগে
হাজীগঞ্জে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ১০
চাঁদপুরের হাজীগঞ্জে জোড়া খুনের ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভয়ভীতি প্রদর্শন, চুরি ও চোরদের চিনে ফেলায় জোড়া হত্যাকাণ্ডটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় এ তথ্য জানান।
সুদীপ্ত রায় বলেন, এ মামলায় আমরা ১০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে দুইজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনার মূল পরিকল্পনাকারীসহ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তবে পরিকল্পনাকারীদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় এলএসডি জব্দ, যুবক গ্রেপ্তার
ভয়ভীতি প্রদর্শন, চুরি ও চোরদের চিনে ফেলায় জোড়া এ হত্যাকাণ্ড, নাকি অন্য কারণ আছে -তা আমরা খতিয়ে দেখছি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণটি উদঘাটনের টেষ্টা চলছে।
গ্রেপ্তাররা হলেন- মো. সোহাগ হোসেন সোহাগ মুন্সি, মিজান অরফে গোলাম আজম অরফে মো. মিজান হোসেন, মাসুদ রানা, শ্যামল চন্দ্র শীল, মো. আলমাস, মো. নেছার আহম্মেদ, মো. রাকিব হোসেন, মো. রাশেদ ওরফে রাসেল মাসুদ কামাল শাহ আলম বাবুল। এদের সবার বাড়ি এ উপজেলার বড়কুল, এন্নাতলী ও টোড়াগর এলাকায়।
আসামিদের মধ্যে সোহাগ মুন্সি ও গোলাম আজম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছায় দিয়েছেন ও বর্তমানে সব আসামি কারাগারে রয়েছেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাশেদ চৌধুরী, ডিআইও-১ মনিরুল ইসলাম, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, চাঁদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মোরশেদ আলমসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গত ৭ সেপ্টেম্বর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব বড়কুল ইউনিয়নের বড়কুল উত্তর গ্রামে উত্তম বর্মন ও তার স্ত্রী কাজলী রানীকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রাতের কোনো এক সময়ে ওই গ্রামের পাইন্না বাড়ির (কালা শিকদার বাড়ি) দুলাল সাহার ঘরে জানালা কেটে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। পরদিন এ ঘটনায় নিহতদের মেয়ে রিনা রানীর অভিযোগের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৩৭৫৫ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি
১ বছর আগে
চাঁদপুরে মসজিদে ঢুকে মুয়াজ্জিনকে কুপিয়ে পালিয়ে গেল যুবক
চাঁদপুরের হাজীগঞ্জে মসজিদে ঢুকে ফজরের আযান চলাকালীন সময়ে মুয়াজ্জিন নুরুল ইসলাম লেদুকে কুপিয়ে পালিয়ে গেছে এক যুবক।
রবিবার ভোররাতে একই এলাকার মোস্তাফিজুর রহমান মিঠু দেশিয় অস্ত্র নিয়ে মসজিদের ভিতরে গিয়ে এ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: মাগুরায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুয়াজ্জিনের ছেলে মুনাব্বর হোসেন ইকরাম তার বাবাকে আযান দেয়া অবস্থা কুপিয়ে জখম করার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি চান। বাবার পক্ষে তিনি বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
মাদরাসার শিক্ষক মাহমুদুল হাসান বলেন, ফজরের আযানে ‘হাইয়াআলাস সালা, হাইয়াআলাস সালা’ বলার পর মুয়াজ্জিন নুরুল ইসলাম লেদু বাঁচাও, বাঁচাও বলে চিৎকার দেয়। দ্রুত এসে দেখি মিঠু মসজিদ থেকে বেরিয়ে যায়।
অভিযুক্ত মিঠুর ছোট ভাই শাহ পরান বলেন, তার বড় ভাই মিঠু এই ঘটনায় জড়িত নন। যারা এমন হামলায় জড়িত তাদের শনাক্ত করে বিচারের দাবি জানান তিনিও।
তবে তার ভাই মিঠু সকাল থেকে পালাতক রয়েছেন বলে জানান তিনি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, গুরুতর আহত মুয়াজ্জিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: নাটোরে 'অভ্যন্তরীণ বিরোধের' জেরে ৩ শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে আহত
চট্টগ্রামে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক
১ বছর আগে
হাজীগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল বৃদ্ধ দম্পতির
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বসত ঘরের পাশেই কবুতরের খাঁচায় দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে মিজি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- মো. মমিন মিজি (৭০) এবং তার স্ত্রী নুরজাহান বেগম (৬০)। এই দম্পতির এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানায়, নিজ বাড়িতে কবুতর পালন করতেন মমিন মিজি। প্রায় সময় বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলার উৎপাত কমাতে খাঁচার দুই পাশে বিদ্যুতের তার জড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে রিকশাচালক দগ্ধ
স্থানীয়রা আরও জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে কবুতর দেখতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান মমিন মিজি। দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী নুরজাহানও বিদ্যুতায়িত হন।
বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে বিদ্যুতের মেইনসুইচ বন্ধ করে, তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ইউএনবিকে জানান, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাটি জানতে পেরেছি।
আরও পড়ুন: বন্যার পানিতে বিদ্যুতের তার, সিলেটে যুবলীগ নেতার মৃত্যু
মাগুরায় বিদ্যুতের তারে জড়িয়ে হনুমানের মৃত্যু
১ বছর আগে
পেরেক খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
হাজীগঞ্জে ভবন নির্মাণের সময় পেরেক খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সর্বতআরা গ্রামের নতুন সর্দার বাড়ির আলী আকবরের দোতলা ভবনে ওই ঘটনা ঘটে।
আরও পড়ুন: জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু
নিহত মো. আবুল কাশেম মোল্লা (৩৪)। তিনি উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কোন্দ্রা গ্রামের মোল্লা বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে। তার পাঁচ বছর বয়সের একটি শিশু সন্তান রয়েছে।
তার মৃত্যুর বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান মজিব।
নিহতের বড় ভাই জসিম মোল্লা জানান, দুই মাস যাবৎ তারা দুই ভাই দোতলা ভবনের কাজ করছিলেন। বিকালে লোহার সাবল দিয়ে ভবনের পেরেক খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় গুরুতর আহত হন কাশেম।
অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ এ ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
চাঁদপুরে বৈদ্যুতিক ট্রান্সর্ফমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত!
১ বছর আগে
হাজীগঞ্জে শিয়ালের মাংস বিক্রি করায় ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে শিয়ালের মাংস বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৩ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক।
অর্থদণ্ডপ্রাপ্ত জুলহাস উপজেলার কালচোঁ ইউনিয়নের সিদলা গ্রামের সোনা মিয়ার ছেলে এবং মনির হোসেন একই গ্রামের পাটওয়ারী বাড়ির সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছেলে।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি অমান্য করায় বাগেরহাটে ১৫ জনকে অর্থদণ্ড
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বাজার থেকে তাদের দুইজনকে আটক করে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজিম ও সঙ্গীয় ফোর্স।
উপপরিদর্শক (এসআই) নাজিম বলেন, তারা দু’জন শনিবার রাতে শিয়ালটি ধরে জবাই করে। ওই গোস্ত রবিবার বাজারে বিক্রি করতে আনলে দুপুরে তাদেরকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পরবর্তীতে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক বলেন, ঘটনা সত্য।
তাদেরকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে ও মুচলেকাও নেয়া হয়েছে যেনো ভবিষ্যতে এই ধরনের জনস্বাস্থ্য বিরোধী ও অপরাধমূলক কাজে জড়িত না হয়।
আরও পড়ুন: ডেসটিনির মোহাম্মদ হোসেনের অর্থদণ্ড স্থগিত
নিষেধাজ্ঞার প্রথম দিন ভোলায় ১৫ জেলে আটক, ১২ জনের অর্থদণ্ড
১ বছর আগে