বিএম কনটেইনার
বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড: আরও ২ লাশ শনাক্ত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে নিহত আরও দুটি লাশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গত ৪ জুন সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন দমকলকর্মীসহ নিহত হন ৫১ জন। আহত হয় ২৫০ এর বেশি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুমন বনিক জানান, এ নিয়ে নিহত ৫১ জনের মধ্যে ৩৯ জনের লাশ শনাক্ত করা হলো।
বৃহস্পতিবার ডিএনএ পরীক্ষার মাধ্যমে নোয়াখালীর হাতিয়ার মো. মাইন উদ্দিন (২৩) ও কোম্পানীগঞ্জের মোঃ জুয়েল রানার (৩) পরিচয় শনাক্ত করা হয়। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছিল।
পরে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে শনাক্ত না হওয়ায় চমেক হাসপাতালের মর্গে পড়ে আছে দগ্ধ হয়ে মারা যাওয়া আরও ১২ লাশ।
পড়ুন: বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের জন্য মালিকপক্ষ দায়ী
বিএম ডিপোর বিস্ফোরণ: নিখোঁজ ৮ জনের পরিচয় মিলেছে ডিএনএ পরীক্ষায়
২ বছর আগে
সীতাকুণ্ডে ১০ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ
অননুমোদিত রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে বড় ধরনের অভিযানে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০ জনকে আটক ও ১০ হাজার সিলিন্ডার জব্দ করেছে।
বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৫ জনের প্রাণহানির ঘটনায় মঙ্গলবার ও বুধবার সীতাকুণ্ড উপজেলা জুড়ে অভিযান চালায় এলিট ফোর্সের সদস্যরা।
র্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, র্যাব-৭ এর দলগুলো ফৌজদারহাট তুলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে এবং অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের তিন নেতাসহ ১০ জনকে আটক করে।
এসময় এলাকার বেশ কয়েকটি গ্যাস ও তেলের ডিপো সিল করে দিয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহত ১, আহত ২
২ বছর আগে