অভয়নগর
‘ভবদহের জলাবদ্ধতায় অভয়নগরে পূরণ হয়নি আমন ধান চাষের লক্ষ্যমাত্রা’
ভবদহ এলাকার জলাদ্ধতায় যশোরের অভয়নগরে পূরণ হয়নি আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। তবে দুঃশ্চিন্তা গ্রাস করছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। প্রতিবছরই রোপা আমন ধানের বাম্পার ফলন হয়ে থাকলেও এবারের পরিস্থিতি ভিন্ন।
উপজেলার কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৮ ইউনিয়ন এবং একটি পৌরসভার রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল হাইব্রিড ১ হাজার ৭৯০ হেক্টর, উফসী ৫ হাজার ৮২৫ হেক্টর এবং স্থানীয় ২৫ হেক্টর মিলে মোট ৭ হাজার ৫৫০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে অর্থাৎ ৭ হাজার ৬৪০ হেক্টর জমিতে চাষ হলেও ভবদহে জলাবদ্ধতার কারণে ১ হাজার ৮২৬ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফলে লক্ষ্যমাত্রার চেয়ে আমন ধানের উৎপাদন কম হবে প্রায় ৯ হাজার ৩৮ মেট্রিক টন। এবার আমন উৎপাদন হয়েছে মাত্র ৫ হাজার ৮১৪ হেক্টর জমিতে। গতবছর আমন উৎপাদন হয়েছিল ৭ হাজার ৫৫০ হেক্টর জমিতে। এ বছর ১ হাজার ৭৩৬ হেক্টর কম জমিতে রোপা আমন উৎপাদন হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দলী ইউনিয়নের পুরো ৮৩৫ হেক্টর জমির আমন উৎপাদন।
কৃষি কার্যালয় আরও জানায়, চলতি মৌসুমে উপজেলার নওয়াপাড়া পৌরসভায় আমন আবাদ হয়েছিল ৮৫০ হেক্টর জমিতে। কিন্তু ভবদহ জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১০ হেক্টর জমির ধান। উপজেলার প্রেমবাগ ইউনিয়নে রোপা আমন ধানের চাষ হয়েছিল ১ হাজার ১৫৪ হেক্টর জমিতে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৩৩ হেক্টর জমির ধান। সুন্দলী ইউনিয়নে চাষ হয়েছিল ৮৩৫ হেক্টর জমিতে, ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো ৮৩৫ হেক্টর জমির ধান। চলিশিয়া ইউনিয়নে চাষ হয়েছে ১ হাজার ১১ হেক্টর জমিতে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০ হেক্টর জমির ধান। পায়রা ইউনিয়নে চাষ হয়েছে ৬০৫ হেক্টর জমিতে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৮ হেক্টর জমির ধান। সবচেয়ে বেশি আমন আবাদ হয়েছে শ্রীধরপুর ইউনিয়নে চাষ হয়েছে ১ হাজার ৩৯২ হেক্টর জমিতে। বাঘুটিয়া ইউনিয়নে চাষ হয়েছে ১ হাজার ৩০৫ হেক্টর জমিতে, শুভরাড়া ইউনিয়নে চাষ হয়েছে ৪৬০ হেক্টর জমিতে। সিদ্দিপাশা ইউনিয়নে চাষ হয়েছে মাত্র ১৪০ হেক্টর জমিতে।
উপজেলার সুন্দলী ইউনিয়নের আড়পাড় গ্রামের কৃষক উজ্জ্বল দাস বলেন, ‘শুড়িরডাঙ্গা বিলে বর্গা নিয়ে রোপা আমন ধান লাগিয়েছিলেন ১ একর জমিতে। জলাবদ্ধতার কারণে পুরো ধানই নষ্ট হয়ে গেছে। পরের জমি বর্গা নিয়ে স্বর্ণা জাতের আমন ধান চাষ করেছিলাম।’
উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের রবিউল ইসলাম বলেন, ‘চাত্রার বিলে দুই বিঘা জমিতে রোপা আমন লাগিয়েছি। একে তো বাড়ির উঠানে পানি। তারপর পুরো ধানই নষ্ট হয়ে গেল। পাঁচ সদস্যের পরিবার নিয়ে কিভাবে চলব, তাই নিয়ে ভীষণ দুঃশ্চিন্তায় আছি। সরকার যদি একটু ক্ষতিপূরণের ব্যবস্থা করে তাহলে বাঁচা যায়।’
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, ‘ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার জন্য আমনের এই উৎপাদন কম হয়েছে। জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে যেসব জলাবদ্ধ এলাকা থেকে আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে পানি নেমে যাবে সেখানে স্বল্পমেয়াদি ও উচ্চফলনশীল বিনা-১৪ ধান আবাদের পরিকল্পনা ও পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমান সময়ের সবজি উৎপাদন বাড়ানোর ওপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় সবজি চাষ বাড়ানোর জন্য ৪৭৫ জনকে উফশী সবজি বীজ ও জনপ্রতি নগদ ১ হাজার দেওয়া হচ্ছে। এছাড়া বোরো মৌসুমে যাতে বেশি ধান উৎপাদন করা যায় সেদিকে প্রাধান্য দিয়ে কাজ করব।
৩ দিন আগে
অভয়নগরে ট্রাকচাপায় যুবক নিহত
যশোরের অভয়নগরে ট্রাকচাপায় কাজল নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২২ জুন) বিকালে পায়রা ইউনিয়নের কাদিরপাড়া বাইতুর রব জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজল কাদিরপাড়া গ্রামের মৃত সামছুর গোলদারের ছেলে।
আরও পড়ুন: যশোরে ইটবোঝাই ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে কাজল কাদিরপাড়া থেকে নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হন। এসময় কাদিরপাড়া বাইতুর রব জামে মসজিদের সামনে এলে ট্রাকচাপায় ঘটনাস্থলে নিহত হন কাজল।
ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটকের চেষ্টা করেও ব্যর্থ হয় এলাকাবাসী।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ বলেন, ট্রাক ও ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: সিলেটে চিনিভর্তি ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
৫ মাস আগে
অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
যশোরের অভয়নগরে সাপের কামড়ে আসমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ জুন) রাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের মালাধরা গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে কৃষক
মৃত আসমা বেগম উপজেলার মালাধরা গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।
সাইদুল ইসলামের ভাতিজা হাবিবুর রহমান বলেন, সোমবার রাত ৮টার দিকে চাচি শোয়ার ঘরে বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে গেলে তার ডান পায়ে কামড় দেয় সাপ।
এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অথৈ সাহা বলেন, রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসমা বেগমেকে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, এঘটনায় থানায় একটি অপমুত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: বিরামপুর থেকে তিন কোটি টাকার সাপের বিষ জব্দ
যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
৫ মাস আগে
যশোরে কলেজছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
যশোরের অভয়নগরের কলেজছাত্র নুরুজ্জামান বাবু হত্যা মামলায় পলাতক আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ মে) বিকালে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চত করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ১ জুন রাতে কলেজছাত্র নুরুজ্জামান বাবুকে তার বাড়ির পাশের আম বাগানে ডেকে কোমল পানীয়তে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর অচেতন করে। এ অবস্থায় গামছা দিয়ে তার চোখ বেঁধে তাকে অভয়নগরের পুড়াখালী গ্রামের সরকারি বাওড়ের পাশে নিয়ে নাইলনের রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।
আরও পড়ুন: খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
পরে তার মরদেহ বাওড়ের কচুরীপনার নিচে লুকিয়ে রাখে। ঘটনার পরেরদিন ২ জুন কলেজছাত্র বাবুর মোবাইল থেকে তার বাবার মোবাইলে কল করে অজ্ঞাত পরিচয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা ২ জুন অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই সূত্র ধরে পুলিশ আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে আটক করে।
আরও পড়ুন: কুমিল্লায় যুবলীগ সভাপতি হত্যা: ৯ জনের মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন
আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক ৪ জুন বাবুর মরদেহ বাওড়ের কচুরীপনা থেকে উদ্ধার করা হয়।
নিহত নুরুজ্জামানের বাবা মো. ইমরান গাজী বাদী হয়ে ৪ জুন অভয়নগর থানায় মামলা দায়ের করেন।
সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মতিয়ার রহমান আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে মৃত্যুদণ্ডাদেশ দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।
৬ মাস আগে
যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপুন বিশ্বাস নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বাঘুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিপুন উপজেলার বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে বাঘুটিয়া গ্রামের কানু বিশ্বাসের ছেলে।
আরও পড়ুন: শরীয়তপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত-২
পুলিশ সূত্রে জানা গেছে, নিপুন বিশ্বাসের চাচার বাড়ির ছাদে রাজমিস্ত্রিরা কাজ করছিল। নিপুন ওই ছাদে গিয়ে বিদ্যুতের তার টান দেয়।
এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলীমুর রাজীব বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হলে নিপুন নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পল্লী বিদ্যুতের ২ কর্মীর
১১ মাস আগে
যশোরে মাছের ঘের থেকে কন্যাশিশুর লাশ উদ্ধার
যশোরের অভয়নগরে একটি মাছের ঘের থেকে ৮ বছর বয়সী এক কন্যাশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার মধ্যরাতে বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা শফি কামালের মাছের ঘের থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত নাইমা বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে এবং বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) এ কে এম শামিম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার বিকালে নাইমা বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে রাত ১১টার দিকে স্থানীয়রা শফি কামালের মাছের ঘেরে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় নাইমার লাশ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে কে বা কারা নাইমাকে হত্যা করে ঘেরে ফেলে রেখে গেছে। লাশের ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৭ বছরের শিশুর লাশ উদ্ধার
কালিগঙ্গায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
২ বছর আগে
যশোরে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধে হত্যা, যুবক আটক
যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার চাপাতলা গ্রামের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অভিযুক্ত জহিরুল ইসলাম বাবুর (৩৩) স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (২৮) এবং মেয়ে সুমাইয়া খাতুন (৯) ও সাফিয়া খাতুন (২)।
অভিযুক্ত বাবু সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মশিউর রহমান বিশ্বাসের ছেলে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: বিশ্বজিৎ হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বগুড়ায় গ্রেপ্তার
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি অভয়নগরের কলাতলা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন বাবু। পথে চাপাতলা গ্রামের কাছে এসে প্রথমে স্ত্রী বিথিকে এবং পরে বড় মেয়ে সুমাইয়া খাতুন ও ছোট মেয়ে সাফিয়া খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন।
তিনি বলেন, খবর পেয়ে বাবুকে তার বাড়ি থেকে শুক্রবার বিকালে আটক করা হয়। বাবু প্রাথমিকভাবে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে পরিবহন শ্রমিককে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ
লাশ তিনটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
যশোর পুলিশের মুখপাত্র ও ডিবির ওসি রূপন কুমার সরকার জানান, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
২ বছর আগে
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন কয়লা শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
৩ বছর আগে
যশোরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
যশোরের অভয়নগরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
৩ বছর আগে
যশোরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
জেলার অভয়নগরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে শনিবার দুপুরে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে