শনিবার বিকালে যশোর-খুলনা মহাসড়কের সরদার জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের আকছিয়ার মোল্লার ছেলে রানা (২৪) ও হালিম মোল্লার ছেলে নাসিম (২২)।
আরও পড়ুন: ২০২০ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫০
অভয়নগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, বিকালে যশোর থেকে খুলনাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। মোটরসাইকেলটি পড়ে গেলে ট্রাকটি দুই আরোহীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনার নিহত ৪৩৯: প্রতিবেদন
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনসহ নিহত ৭
নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে সারা দেশে ৪ হাজার ৯২টি সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৯৬৯ জন নিহত ও ৫ হাজার ৮৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১ হাজার ২৬৬ জন চালক রয়েছেন।
এছাড়া, দেশে ২০২০ সালে রেলপথে ১০৮টি দুর্ঘটনায় ১২৯ জন নিহত ও ৩১ জন আহত, নৌপথে ৭০টি দুর্ঘটনায় ২১২ জন নিহত ও ১০০ জন আহত/নিখোঁজ রয়েছেন।
এ সময় আকাশপথে কোনো দুর্ঘটনা ঘটেনি বলে সংগঠনটি জানায়।