সাবেক শিক্ষামন্ত্রী
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক কমলেশ মন্ডল আয়কর নথি জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় হামলা-ভাঙচুর
দুদকের আবেদনে বলা হয়, সাবেক শিক্ষামন্ত্রী অসৎ উদ্দেশ্য অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৩০৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেন। তা ভোগদখলে রেখে অপরাধমূলক অসদাচরণ ও ৪১টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১১৩ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৬২৮ টাকা লেনদেন করে।
মানিলন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা স্থানান্তর করে দুর্নীতি দমন আইনে শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা দায়ের করা হয়েছে। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়কর নথি জব্দের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
৭৮ দিন আগে
সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস চাকরিচ্যুত
প্রায় এক বছর কর্মস্থলে অনুপস্থিত ও অসদাচরণের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিবকে (এপিএস) চাকরিচ্যুত করা হয়েছে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এবং খুলনা বিএল কলেজের (সংস্কৃতি) সহকারী প্রভাষক এপিএস মন্মথ রঞ্জন বাড়ৈ কর্তৃপক্ষকে না জানিয়ে ১২ এপ্রিল ২০২০ থেকে অফিসে অনুপস্থিত রয়েছেন।
বিভাগীয় অভিযোগ দায়ের করার পর নিয়ম অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
প্রজ্ঞাপন বলা হয়, মন্মথ বাড়ৈ কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি।
পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দিয়ে তার স্থায়ী ঠিকানায় পাঠানো হলে ‘প্রাপক দেশে নেই’ বলে ডাক বিভাগ খামের গায়ে লাল কালি দিয়ে লিখিতভাবে জানায়।
পড়ুন: ১৫ জুন থেকে ৭ জুলাই সব কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী
নতুন কারিকুলামে শিক্ষকের দায়িত্বশীলতা নিয়ে শিক্ষামন্ত্রী যা বললেন
১০২৮ দিন আগে