প্রায় এক বছর কর্মস্থলে অনুপস্থিত ও অসদাচরণের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিবকে (এপিএস) চাকরিচ্যুত করা হয়েছে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এবং খুলনা বিএল কলেজের (সংস্কৃতি) সহকারী প্রভাষক এপিএস মন্মথ রঞ্জন বাড়ৈ কর্তৃপক্ষকে না জানিয়ে ১২ এপ্রিল ২০২০ থেকে অফিসে অনুপস্থিত রয়েছেন।
বিভাগীয় অভিযোগ দায়ের করার পর নিয়ম অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
প্রজ্ঞাপন বলা হয়, মন্মথ বাড়ৈ কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি।
পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দিয়ে তার স্থায়ী ঠিকানায় পাঠানো হলে ‘প্রাপক দেশে নেই’ বলে ডাক বিভাগ খামের গায়ে লাল কালি দিয়ে লিখিতভাবে জানায়।
পড়ুন: ১৫ জুন থেকে ৭ জুলাই সব কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী
নতুন কারিকুলামে শিক্ষকের দায়িত্বশীলতা নিয়ে শিক্ষামন্ত্রী যা বললেন