এপিএস
রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেনের নিয়োগ বাতিল
২২ দিন যেতে না যেতেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস চাকরিচ্যুত
রবিবার (২৭ আগস্ট) এপিএস পদে সাগর হোসেনের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তবে কেন সাগরের নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
এর আগে গত ৬ আগস্ট সাগর হোসেন ও আজিজুল হককে এপিএস পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন: রাষ্ট্রপতির এপিএস হলেন আজিজুল হক ও সাগর হোসেন
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর এপিএস আহত
১ বছর আগে
রাষ্ট্রপতির এপিএস হলেন আজিজুল হক ও সাগর হোসেন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আজিজুল হক ও রাজধানীর যাত্রাবাড়ী সায়েদাবাদের মোহাম্মদ সাগর হোসেন।
রবিবার (৬ আগস্ট) এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরও পড়ুন: সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস চাকরিচ্যুত
উভয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন বা তাদের সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।
এছাড়া, সাগর হোসেনকে ‘জাতীয় বেতন স্কেল-২০১৫’ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন স্কেলে ৯ম গ্রেডে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর এপিএস আহত
অর্থ পাচার মামলায় সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস’র জামিন মঞ্জুর
১ বছর আগে
সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস চাকরিচ্যুত
প্রায় এক বছর কর্মস্থলে অনুপস্থিত ও অসদাচরণের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিবকে (এপিএস) চাকরিচ্যুত করা হয়েছে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এবং খুলনা বিএল কলেজের (সংস্কৃতি) সহকারী প্রভাষক এপিএস মন্মথ রঞ্জন বাড়ৈ কর্তৃপক্ষকে না জানিয়ে ১২ এপ্রিল ২০২০ থেকে অফিসে অনুপস্থিত রয়েছেন।
বিভাগীয় অভিযোগ দায়ের করার পর নিয়ম অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
প্রজ্ঞাপন বলা হয়, মন্মথ বাড়ৈ কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি।
পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দিয়ে তার স্থায়ী ঠিকানায় পাঠানো হলে ‘প্রাপক দেশে নেই’ বলে ডাক বিভাগ খামের গায়ে লাল কালি দিয়ে লিখিতভাবে জানায়।
পড়ুন: ১৫ জুন থেকে ৭ জুলাই সব কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী
নতুন কারিকুলামে শিক্ষকের দায়িত্বশীলতা নিয়ে শিক্ষামন্ত্রী যা বললেন
২ বছর আগে