চট্টগ্রাম-৮
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন ২৭ এপ্রিল
আওয়ামী লীগের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।
বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৫ এপ্রিল।
২৭ এপ্রিল সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
আরও পড়ুন: গাইবান্ধা-৫ উপনির্বাচন বুধবার
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন গত ৬ ফেব্রুয়ারি ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
আরও পড়ুন: গাইবান্ধা-৫ শুন্য আসনে উপনির্বাচন ৪ জানুয়ারি
৭৬৮ দিন আগে
চট্টগ্রাম-৮: মাঝপথে নির্বাচন স্থগিত চাইল বিএনপি প্রার্থী
চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী চান্দগাঁও) উপ-নির্বাচনে কেন্দ্র দখল, ভোটারদের বের করে দেওয়া ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখানোর জন্য নেতাকর্মীরা লাইনে দাঁড়িয়ে থাকাসহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে চলমান নির্বাচন স্থগিত চেয়ে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।
১৯০৪ দিন আগে