‘বিশ্ব শরণার্থী দিবস’
১৯ দফা দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ
কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গারা আজ রবিবার একটি বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছে। শরণার্থী শিবিরে হত্যাকাণ্ড বন্ধ এবং মিয়ানমারে তাদের প্রত্যাবাসন সহ মোট ১৯ দফা দাবি নিয়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় পুলিশ বিক্ষোভ অনুষ্ঠানের অনুমতি দেয়নি বলে জানা গেছে।
২০ জুন ‘বিশ্ব শরণার্থী দিবস’ উদযাপনের লক্ষ্যে এই বিক্ষোভ করা হবে।
সূত্রমতে, আগামীকালও বিক্ষোভের আয়োজন করবে নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর প্রতিষ্ঠিত সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস।
আরও পড়ুন: রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এর ফুটবল মাঠে পাঁচটি ক্যাম্পের রোহিঙ্গারা এই কর্মসূচিতে অংশ নেবে।
এ ব্যাপারে বারবার চেষ্টা করেও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতের সঙ্গে যোগাযোগ করা যায় নি।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন ইউনিট-৮ (৮এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কামরান হোসেন বলেন, তারা জানতে পেরেছেন যে রোহিঙ্গারা তাদের দ্রুত প্রত্যাবাসনের দাবিতে বিক্ষোভের আয়োজন করতে যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘বিস্তারিত জানার পর আমরা এ বিষয়ে মন্তব্য করব।’
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন: যাচাই-বাছাই প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান পুনর্ব্যক্ত পররাষ্ট্রমন্ত্রীর
২ বছর আগে