অস্ট্রেলীয় রাষ্ট্রদূত
পদ্মা সেতু বাংলাদেশিদের একটি বড় অর্জন: অস্ট্রেলীয় রাষ্ট্রদূত
ঢাকা, ২২ জুন (ইউএনবি)-বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেছেন, পদ্মা সেতু বাংলাদেশিদের একটি বড় অর্জন যা তাদের সকলকে গর্বিত করবে।
পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বুধবার এক বার্তায় হাইকমিশনার বলেন, সেতুটি ভ্রমণের সময় কমিয়ে; ব্যবসা পরিচালনা ও স্বজনদের দেখতে সারাদেশে মানুষের চলাফেরা সহজতর করে জাতীয় অর্থনীতির উল্লেখযোগ্য বিকাশে সহায়তা করবে।
তিনি বলেন, সেতুটি বাংলাদেশিদের আরও দক্ষতার সঙ্গে সংযুক্ত করা এবং অগ্রসরমান বঙ্গোপসাগর অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি চালনা করা সহজ করে তুলবে।
আরও পড়ুন: পদ্মা সেতু আমাদের জাতীয় গর্ব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সকল অস্ট্রেলীয় নাগরিকের পক্ষ থেকে রাষ্ট্রদূত বাংলাদেশের সরকার ও জনগণকে দেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প সম্পন্নের জন্য অভিনন্দন জানান।
পদ্মা সেতু দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলাকে ঢাকার সঙ্গে সংযুক্ত করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন।
আরও পড়ুন: পদ্মা সেতুর উভয় পাশে ২ থানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২ বছর আগে