ট্রাকের সংঘর্ষ
সিলেটের ওসমনীনগরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩
সিলেটের ওসমনীনগরে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ট্রাক চালক।
সোমবার (১২ জুন) ভোর ৪টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এ ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত ট্রাক চালক জসিম (৩৫)।
এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ফখরুল ইসলাম।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫: ট্রাকচালক গ্রেপ্তার
জানা যায়, সিলেটগামী একটি ট্রাক ওসমানীগর উপজেলার নিজ কুরুয়া নামক স্থানে আসার পর টায়ার পাংচার হলে চালক ও সহকারী মিলে চাকা পরিবর্তন করছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে একই দিকে সিলেট গামী আরেকটি ট্রাক এসে পেছন থেকে তাদের ট্রাককে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক, চালকের সহকারীসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ওসমানীনগর স্টেশনের উপ সহকারি পরিচালক খন্দকার সানাউল হকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
এ ব্যাপারে ওসমানীনগর ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা ফখরুল ইসলাম বলেন, ‘দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে এসে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। গুরুতর আহত হয়েছেন আরেকজন।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫: প্রত্যেক পরিবার পেল ২ লাখ টাকা
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, 'সোমবার ভোরে সিলেটগামী একটি ট্রাক দয়ামীর সোয়ারগাঁও এলাকায় কিছু সময়ের জন্য থেমে থাকে। এ সময় সিলেটগামী অপর একটি ট্রাক সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত হন পাঁচ থেকে ছয়জন।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫: কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন
১ বছর আগে
নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নড়াইলের সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মোটসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে নড়াইল-নোয়াপাড়া সড়কের নলদীরচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান রনি (২৫) যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভা এলাকার আসলাম ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, মেহেদী হাসান রনি লোহাগড়া থেকে নড়াইল হয়ে মোটরসাইকেলযোগে নোয়াপাড়া যাচ্ছিল। পথে নলদীরচর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কয়লা বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নিহত ১
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
২ বছর আগে
খুলনায় দুটি ট্রাকের সংঘর্ষে আহত ৫
খুলনার ডুমুরিয়ায় দুইটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব ঝিলেরডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ট্রাক চালক বাবুর অবস্থা খুব আশঙ্কাজনক।
আরও পড়ুন: নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শিহাব মোল্লা জানান,শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এবং সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী দুইটি ট্রাক ডুমুরিয়ার পূর্ব ঝিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা চালক ও তাদের সহকারীরা গুরতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকের কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: টেকনাফে সড়ক দুর্ঘটনায় ২ রোহিঙ্গা নিহত
এব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কনি মিয়া জানান, দুর্ঘটনায় কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। আহতদের মধ্যে ড্রাম ট্রাক চালক বাবুর অবস্থা আশঙ্কাজনক।
২ বছর আগে