শের বাহাদুর দেউবা
পদ্মা সেতু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিপুল আস্থার প্রতিফলন: নেপাল
নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা বলেছেন, পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সুযোগ উন্মোচন করবে এবং এ অঞ্চলে যোগাযোগ বাড়াবে।
শনিবার সেতুটি উদ্বোধনকারী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘এই নতুন মেগা প্রকল্পের সমাপ্তি আপনার নেতৃত্বে বাংলাদেশ যে বিপুল আত্মবিশ্বাস অর্জন করেছে, তা প্রতিফলিত করে।’
নেপালের প্রধানমন্ত্রী বলেন, সেতুটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোকে সড়ক ও রেলপথের মাধ্যমে বাংলাদেশের রাজধানী ও অন্যান্য এলাকার সঙ্গে যুক্ত করেছে।
তিনি পদ্মা সেতু প্রকল্পের সমাপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকার ও বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রীই প্রথম ব্যক্তি যিনি টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন।
আরও পড়ুন: পদ্মা সেতু বাংলাদেশিদের একটি বড় অর্জন: অস্ট্রেলীয় রাষ্ট্রদূত
বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু এক অবিস্মরণীয় মুহূর্ত: ইইউ রাষ্ট্রদূত
২ বছর আগে