মহিলা
হ্যান্ডবল সিরিজ: আসামকে ৪৭-২৪ গোলে হারিয়েছে ঢাকা
ঢাকা-আসাম পুরুষ ও মহিলা হ্যান্ডবল সিরিজ ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে আসাম পুরুষ দলকে ৪৭-২৪ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে ঢাকা পুরুষ হ্যান্ডবল দল।
রবিবার (৩০ জুন) শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঢাকা হ্যান্ডবল দলের মোহাম্মদ ফয়সাল।
আরও পড়ুন: কোহলির পর রোহিতেরও অবসরের ঘোষণা
এর আগে তিন দিনব্যাপী এ সিরিজের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম কুদ্দুস চৌধুরী বাবু।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন আসাম হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমল নারায়ণ পাটোয়ারী।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন (বিএইচএফ) ও আসাম স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে সফরকারী আসাম পুরুষ হ্যান্ডবল দলের চারটি এবং আসাম মহিলা দল স্থানীয় দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলার কথা রয়েছে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড
৬ মাস আগে
এএফসি মহিলা এশিয়া কাপ: অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ
হ্যানয়ের ন্যাশনাল ইয়ুথ ফুটবল ট্রেনিং সেন্টারে রবিবার এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়া কাপ-২০২৪ বাছাই পর্বের শেষ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ০-৪ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে ছিল রুমা আক্তারের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল।
আরও পড়ুন: আফগানদের মুখোমুখি হতে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল
অস্ট্রেলিয়ার হয়ে মাত্র দুই মিনিটের মাথায় প্রথম গোলটি করেন স্ট্রাইকার সিয়েনা ডেল। এরপর ৫৭, ৬১ ও ৭৪তম মিনিটে আরও তিনটি গোল করে রেকর্ড করেন সিয়েনা ডেল।
দিনের বড় পরাজয়ের পর ‘বি’ গ্রুপে হারের ধারাবাহিকতায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।
‘বি’ গ্রুপের তিনটি ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। স্বাগতিক ভিয়েতনাম ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। ফিলিপাইন ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং বাংলাদেশ কোনো পয়েন্ট অর্জন করতে না পেরে ছিটকে পড়ে।
এর আগে গত বুধবার স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ০-২ গোলে জিতে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের ‘বি’ গ্রুপের খেলা শুরু করে বাংলাদেশ দল। গত শুক্রবার দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনের কাছে ১-৩ গোলে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যায়।
আরও পড়ুন: এশিয়ান গেমস ফুটবল: চীনের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯: উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ০-৩ গোলে হেরেছে বাংলাদেশ
১ বছর আগে
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ১ কোটি ৩৫ লাখ টাকা অনুদান
দুঃস্থ নারী ও শিশুদের শিক্ষা, চিকিৎসা সহায়তা ও সাধারণ আর্থিক অনুদান হিসেবে এক কোটি ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল বোর্ড থেকে এক হাজার ৮৩৬ জনের মধ্যে এই অনুদান বিতরণ করা হয়।সোমবার বাংলাদেশ সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা’র সভাপতিত্ব্বে নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির সভায় এ অনুদান প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এর ফলে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: মন্ত্রণালয়ে প্রায় ৪ লাখ পদ খালি: ফরহাদ
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় ও দুস্থ মানুষের উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম বাস্তবায়ন করছেন। নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিলের বোর্ডও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানে সৃষ্ট। যার মাধ্যমে আমরা দুঃস্থ নারী ও শিশুদের শিক্ষা এবং চিকিৎসা সহায়তা প্রদান করছি।নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির সভায় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব ডা. আ. এ. মো. মহিউদ্দিন ওসমানী, অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন এবং বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মো. শরিফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য হোসনে আরা জুলি, ওয়াহিদা বানু, আব্দুল মতিন ভূইয়াসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের প্রতিনিধিরা।
আরও পড়ুন: সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: নিহত শ্রমিকদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে শ্রম মন্ত্রণালয়
হাওরের ৪১ শতাংশ ধান কাটা শেষ হয়েছে: কৃষি মন্ত্রণালয়
২ বছর আগে