সিলেট শহরের দর্শনীয় স্থান
সিলেট শহরের দর্শনীয় স্থান: অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ ঐতিহাসিক নগরী
বাংলা সাল্তানাত, বার ভূইয়া ও মুঘল সাম্রাজ্যের কিংবদন্তি নিয়ে রাজকীয় ভাবে নিজের অবিস্থিতির জানান দিচ্ছে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের নগরী সিলেট। সুরমা নদীর উত্তর তীর ঘেষে পাহাড়ী মাটিতে পরিণত এই উচ্চভূমির ভূখন্ডটিকে এক অপার সৌন্দর্য্য দান করেছেন এর বিলগুলো। উপ-ক্রান্তীয় জলবায়ুর যত্নে ছেয়ে যাওয়া চা-বাগানগুলো সিলেট শহরের মুল আকর্ষণ। এছাড়া প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকায় ঢাকা থেকে স্থলপথে ২৪০ কিলোমিটার দূরত্বের এই শহরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশের অর্থনীতিতে। আজকের নিবন্ধটিতে প্রকৃতি ও ইতিহাসের অমৃত সুধায় ভরা সিলেট শহরের কিছু সেরা দর্শনীয় স্থানকে তুলে ধরা হবে।
সিলেট শহরের দশটি দর্শনীয় স্থান
জাফলং
এক সময়ের খাসিয়া জৈন্তা রাজার বিশাল সাম্রাজ্য কালের বিবর্তনে পরিণত হয়েছে ছোট্ট জাফলং-এ। ১৯৫৪ সালে শেষবারের মত জমিদারী প্রথা বিদায় হলেও পিয়াইন নদীর স্বচ্ছ বুক সযত্নে ধরে রেখেছিলো এর সম্পদতূল্য পাথরগুলো। আর এই পাথরের জন্যই অবারিত বনভূমি হারিয়ে যাওয়ার পরেও এখানে গড়ে উঠেছিলো নতুন জনবসতি।
সেই জনবসতিই এখন পর্যন্ত সমুজ্জ্বল রেখেছে সিলেট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে তামাবিল সীমান্তের পার্শ্ববর্তী এই জায়গাটিকে। মেঘালয়ের মেঘের পর্দা ভেদ করে ধূসর পাহাড়ের পদরেখা আর নদীর তীর ধরে অনন্তের মাঝে বাধা হয়ে দাড়ায় ঝুলন্ত ব্রিজ। লোকাল বাস, অটো রিকশা বা মাইক্রোবাস নিয়ে আড়াই ঘন্টায় পৌছে যাওয়া যেতে পারে এই অপার সৌন্দর্য্যের লীলাভূমিতে।
পড়ুন: গরমকালে কম খরচে বাংলাদেশের কোথায় কোথায় ঘুরতে যাবেন?
রাতারগুল
সিলেট মহানগর থেকে ২১ কিলোমিটার দূরত্বে অবস্থিত রাতা নামক গাছে আচ্ছাদিত এই জলাভূমিটি। রাতারগুলের মধ্যে দিয়ে গোয়াইন নদী যেয়ে মিশেছে চেঙ্গীর খাল-এ। শুধু এই রাতারগুল-ই নয়, গোটা সিলেটটাই ভ্রমণের জন্য সেরা সময় হলো বর্ষাকাল। বুনো প্রকৃতিকে এত কাছ থেকে দেখার সুযোগ বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে। বনের গহীনে পাওয়া যাবে বন্য কাঠ গোলাপ।
২ বছর আগে