মাশরাফি বিন মুর্তজা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মাশরাফি ও সাকিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রবিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানকে বেছে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার নড়াইল-২ আসনে ফের মনোনয়ন পেলেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন আরও ২৩ জন।
মাগুরা-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
আরও পড়ুন: ঢাকায় ৯টি আসনে নতুন মুখকে মনোনয়ন দিয়েছে আ.লীগ
মাগুরা ১, মাগুরা ২ ও ঢাকা ১০ এ তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সাকিব আল হাসান।
বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা রবিবার সকালে গণভবনে যান।
সেখানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সঙ্গে মতবিনিময় করেন।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নৌকা প্রতীকে (আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক) মোট ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আরও পড়ুন: আ. লীগের ৬৯ জন সংসদ সদস্য এবার মনোনয়ন পাননি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ২৯৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ আওয়ামী লীগের
১ বছর আগে
মাশরাফির বাঁ পায়ে ২৭ সেলাই
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ঢাকার বাড়িতে একটি কাচের টেবিলে ধাক্কা লেগে বাজেভাবে কেটে যাওয়ার কারণে তার বাঁ পায়ে ২৭টি সেলাই দেয়া হয়েছে।
সূত্র জানায়, শনিবার বাসার একটি কাচের শো কেসের সঙ্গে মাশরাফির ধাক্কা লাগে। এসময় ওপর থেকে তার পায়ের পেছন দিকে গ্লাস ছিটকে এসে আঘাত করে। এতে তার পা কেটে যায়।
তাৎক্ষণিকভাবে মাশরাফিকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়, সেখানে তার বাঁ পায়ে ২৭টি সেলাই দেয়া হয়।
এই পেসার কবে আবার খেলার জন্য ফিট হবেন তা এখনও স্পষ্ট জানা যায়নি।
অধিনায়ক হিসেবে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নেন মাশরাফি। খেলায় তার দল রানার্স আপ হয়।
আরও পড়ুন: সাকিবের প্রশংসায় মাশরাফি
ক্রিকেটের নির্দিষ্ট বল দিয়েই ক্রিকেট খেলতে হবে: মাশরাফি
২ বছর আগে
সাকিবের প্রশংসায় মাশরাফি
দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিব আল হাসানের ত্যাগের প্রশংসা করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের আগে সাকিবের পরিবারের পাঁচ সদস্য বিভিন্ন অসুস্থতায় হাসপাতালে ভর্তি হন। এরপর ধারণা করা হচ্ছিলো পরিবারের সঙ্গে থাকতে তিনি হইতো দেশে ফিরে আসবেন। তবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে দলের সঙ্গেই থাকেন এই তারকা অলরাউন্ডার।
রবিবার মাশরাফি বলেন, ‘এই সিরিজে সাকিব যে ত্যাগ স্বীকার করেছে তা আমাদের দেখতে হবে। তিনি চাইলেই দেশে ফিরতে পারতেন। কিন্তু তিনি দলের সঙ্গে থেকেছেন এবং দলকে সমর্থন করেছেন।’
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরছেন সাকিব
বাংলাদেশও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জয় পায় এবং একইসঙ্গে প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতে সিরিজও জিতে।
মাশরাফি বলেন, ‘সবচেয়ে বড় কথা সাকিবের সিরিজ জয়ের ইচ্ছা। হ্যাটস অব টু সাকিব (তিনি যা করেছেন)! তিনি দুই পক্ষকেই দারুণভাবে সামাল দিয়েছেন।’
এর আগে মানসিকভাবে ফিট নয় বলে দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার কথা জানিয়েছিলেন সাকিব। বিসিবিও তার দুই মাসের ছুটি মঞ্জুর করে। তবে পরবর্তীতে নিজের অবস্থান পরিবর্তন করে দক্ষিণ আফ্রিকা যান তিনি।
এদিকে বর্তমানে দেশেই রয়েছেন এই অলরাউন্ডার। তবে তিনি পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে ৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
২ বছর আগে
বিপিএলে একজন পেস-বোলিং অলরাউন্ডারের খোঁজে মাহমুদউল্লাহ
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন সময়ে তিনি জাতীয় দলের জন্য একজন পেস-বোলিং অলরাউন্ডার এবং একজন রিস্ট স্পিনার খুঁজবেন।
শুক্রবার থেকে ঢাকায় শুরু হওয়া বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকার নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ।
মাহমুদউল্লাহর পাশাপাশি ঢাকা দলে আছেন মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। শুরু থেকেই তামিমের খেলার কথা থাকলেও প্রথম দুই ম্যাচে অনিশ্চিত মাশরাফির উপস্থিতি।
আরও পড়ুন: আইসিসি ওয়ানডে বর্ষসেরা দলে ৩ বাংলাদেশি ক্রিকেটার
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালের কথা উল্লেখ করে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমরা এই বছর আরেকটি বিশ্বকাপ খেলব। আমাদের আরও পেস-বোলিং অলরাউন্ডার এবং রিস্ট স্পিনার প্রয়োজন হতে পারে। বিপিএলে আমরা এটা মাথায় রাখব।
গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্মেন্স দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বিশ্বকাপে টাইগারদের ভালো করার সুযোগ রয়েছে বলে মনে করেন মাহমুদউল্লাহ।
তিনি বলেন, গত বিশ্বকাপে আমরা ভালো করার আশা করেছিলাম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই সিরিজ জয়ের পর আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আমাদের সামনের বিশ্বকাপে ভালো করার ভালো সুযোগ আছে।
আরও পড়ুন: আইসিসি টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশে মোস্তাফিজ
২ বছর আগে
বোলিং অনুশীলনে মাশরাফি
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ৫০ ওভারের সংস্করণের আগে বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
৩৮ বছর বয়সী এই পেসার ২০২০ সালের ডিসেম্বরে শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ খেলেছেন। সংসদ সদস্য হিসেবে রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে তিনি ক্রিকেটের বাইরে ছিলেন।
একটি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন উল্লেখ করে মাশরাফি গণমাধ্যমকে বলেন, শুধুমাত্র অল্প রান আপে কয়েকটি বল করেছি।
তিনি বলেন, ‘আমি কিছুটা পিঠের ব্যথায় ভুগছি। সুস্থ হতে একটু সময় লাগবে। আমি ধীরে ধীরে শুরু করছি।’
আরও পড়ুন: লক্ষ্য ছিল নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো: এবাদত
এসময় আগামী সপ্তাহের মধ্যেই পুরো রান-আপ নিয়ে বোলিং শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেন মাশরাফি।
২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ঢাকা দলের প্রতিনিধিত্ব করবেন এই অভিজ্ঞ বোলার।
চলতি সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের জন্য টেস্ট দলের প্রশংসা করেছেন সাবেক এই অধিনায়ক। বাংলাদেশের ক্রিকেটে এটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় জয় বলে অভিহিত করেন মাশরাফি।
তিনি বলেন,‘আমি এটাকে 'সেরা জয়ের একটি' বলতে পছন্দ করি না, এটি আসলে আমার কাছে সেরা জয়।’
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়
মাশরাফি আরও বলেন, ‘নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন। আমাদের সেরা খেলোয়াড়রা এই সিরিজে নেই। আপনি যদি এই বিষয়গুলো মনে রাখেন তবে এটি ছিল আমাদের জন্য সেরা জয়।’
মাশরাফির মতে, বাংলাদেশের পেস বোলাররা প্রতিটি ফরম্যাটেই ধীরে ধীরে উন্নতি করছে। তিনি বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে এবাদত হোসেন যা করেছে তা তার দীর্ঘ পরিশ্রমের ফল।
তিনি বলেন, আপনি যদি আমাদের টি-টোয়েন্টির পরিসংখ্যান দেখেন, আমাদের পেসাররা সেখানে ভালো করেছে। টেস্ট এমন একটি ফরম্যাট যেখানে আমাদের পেসাররা দীর্ঘ সময় ধরে কাজ করছে। এর জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে। তাসকিনের (আহমেদ) দিকে লক্ষ্য করলে দেখা যাবে, সে ভালো করতে শুরু করেছে। এবাদত ইতোমধ্যে সে কি করতে পারে তার প্রমাণ দিয়েছে। আর রাহিও (আবু জায়েদ) ভালো করছে। তাদের ওপর আমাদের আরও বিশ্বাস করতে হবে এবং এটি শেষ পর্যন্ত তাদের টেস্টে আরও ভালো করতে সাহায্য করবে।
ইতিহাস গড়ে স্বাগতিক নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটাই মুমিনুল হকদের প্রথম জয়। এটি ছিল ২০১৩ সালের পর নিউজিল্যান্ডে কোনো এশিয়ান দলের প্রথম টেস্ট জয়। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে।
আরও পড়ুন: হাতে ৩ সেলাই, দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত মাহমুদুল হাসান
২ বছর আগে
ক্রিকেটের নির্দিষ্ট বল দিয়েই ক্রিকেট খেলতে হবে: মাশরাফি
ক্রিকেটার হতে হলে ক্রিকেটের নির্দিষ্ট বল দিয়েই খেলাটি খেলতে হবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
৩ বছর আগে
মাশরাফির ফিরে আসার সুযোগ নেই, বিসিবি প্রধানের ইঙ্গিত
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আগামী সপ্তাহ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি নেয়া শুরু হতে চলেছে।
৩ বছর আগে
সেই মাশরাফির ক্যারিয়ার সেরা বোলিং
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তিন বছর আগে অবসর নিয়েছিলেন। তবে দেশের মাটিতে অনেক টুর্নামেন্টেই তার গর্জন দেখেছে ক্রিকেট ভক্তরা।
৪ বছর আগে
বঙ্গবন্ধু টি-২০ কাপে খুলনার হয়ে খেলবেন মাশরাফি
দীর্ঘ নয়মাস পর ক্রিকেটে ফিরতে চলেছেন মাশরাফি বিন মুর্তজা। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন দেশের সফলতম অধিনায়ক।
৪ বছর আগে
করোনা মহামারিতে সবাইকে সাবধানে থাকার আহ্বান মাশরাফির
চলমান করোনাভাইরাস মহামারিতে সবাইকে সাবধানে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
৪ বছর আগে