দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিব আল হাসানের ত্যাগের প্রশংসা করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের আগে সাকিবের পরিবারের পাঁচ সদস্য বিভিন্ন অসুস্থতায় হাসপাতালে ভর্তি হন। এরপর ধারণা করা হচ্ছিলো পরিবারের সঙ্গে থাকতে তিনি হইতো দেশে ফিরে আসবেন। তবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে দলের সঙ্গেই থাকেন এই তারকা অলরাউন্ডার।
রবিবার মাশরাফি বলেন, ‘এই সিরিজে সাকিব যে ত্যাগ স্বীকার করেছে তা আমাদের দেখতে হবে। তিনি চাইলেই দেশে ফিরতে পারতেন। কিন্তু তিনি দলের সঙ্গে থেকেছেন এবং দলকে সমর্থন করেছেন।’
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরছেন সাকিব
বাংলাদেশও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জয় পায় এবং একইসঙ্গে প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতে সিরিজও জিতে।
মাশরাফি বলেন, ‘সবচেয়ে বড় কথা সাকিবের সিরিজ জয়ের ইচ্ছা। হ্যাটস অব টু সাকিব (তিনি যা করেছেন)! তিনি দুই পক্ষকেই দারুণভাবে সামাল দিয়েছেন।’
এর আগে মানসিকভাবে ফিট নয় বলে দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার কথা জানিয়েছিলেন সাকিব। বিসিবিও তার দুই মাসের ছুটি মঞ্জুর করে। তবে পরবর্তীতে নিজের অবস্থান পরিবর্তন করে দক্ষিণ আফ্রিকা যান তিনি।
এদিকে বর্তমানে দেশেই রয়েছেন এই অলরাউন্ডার। তবে তিনি পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে ৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।