অগ্রিম টিকিট
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু শুক্রবার
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর এর ঈদ যাত্রায় রেলওয়ের অগ্রিম টিকিট আগামীকাল (শুক্রবার) থেকে বিক্রি করা হবে।
৭, ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল বিক্রি হবে যথাক্রমে ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের টিকিট।
ঈদের ফেরত যাত্রার টিকেট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল বিক্রি করা হবে যথাক্রমে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিলের টিকিট।
ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।
আরও পড়ুন: ঈদ উপলক্ষে হইচই’র পর্দায় ‘মহানগর-২’
ঈদ যাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন সমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট (১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত) শতভাগ অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে।
টিকিট কিনতে রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল ‘রেল সেবা’ অ্যাপ বা যে কোনো মোবাইল হতে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।
আরও পড়ুন: ঈদ উদযাপনে অপো’র নজরকাড়া অফার
১ বছর আগে
ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে বিভিন্ন রুটে ৯ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।
তিনি আরও বলেন, ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের অগ্রিম টিকিট কাটা যাবে যথাক্রমে ৭, ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল এবং ফিরতি টিকিট কাটা যাবে ১৫ এপ্রিল থেকে।
মন্ত্রী জানান, চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ৩ চলবে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে, চাঁদপুর ঈদ স্পেশাল-২ ও ৪ দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৫ চলবে চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৫ ও ৬ চলবে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে, ময়মনসিংহ ঈদ স্পেশাল-৭ ময়মনসিংহ ঈদ স্পেশাল-৮ চলবে চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে, ঈদ স্পেশাল-৯ ও ১০ চলবে সিলেট-চাঁদপুর-সিলেট রুটে। এই ট্রেন গুলো ঈদ স্পেশাল ট্রেন ঈদের পূর্বে চারদিন এবং ঈদের পরের দিন হতে পরবর্তী পাঁচদিন চলাচল করবে।
আরও পড়ুন: ঢাকায় রমজানে কম দামে মাংস-ডিম বিক্রি করবে প্রাণিসম্পদ মন্ত্রণালয়
সোলাকিয়া ঈদ স্পেশাল-১১ ও ১২ চলবে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার (শোলাকিয়া ঈদ স্পেশাল) রুটে। সোলাকিয়া ঈদ স্পেশাল-১৩-১৪ চলবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ ময়মনসিংহ (শোলাকিয়া ঈদ স্পেশাল) রুটে। এই ট্রেন গুলো ঈদ স্পেশাল শুধুমাত্র পবিত্র ঈদের দিন চলাচল করবে।
ঈদ স্পেশাল-১ ও ২ চলবে বী.মু.সি.ই-জয়দেবপুর-বী.মু.সি.ই রুটে, ঈদ স্পেশাল-১৫ ও ১৬ চলবে ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে। ১৮-২০ এপ্রিল তিনদিন এবং ঈদের পরে ২৪ ও ২৫ এপ্রিল দুইদিন চলাচল করবে।
আরও পড়ুন: পর্যাপ্ত মজুদ আছে, রমজানে দাম বাড়ানোর সুযোগ নেই: টিপু মুনশি
১ বছর আগে
ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে ৫ জুলাইয়ের অগ্রিম টিকিট ঢাকা ও জয়দেবপুরের ছয়টি স্থানে সকাল ৮টা থেকে বিক্রি শুরু করেছে। ঢাকার ছয়টি স্থান হলো- কমলাপুর, কমলাপুর শহরতলি প্ল্যাটফর্ম, বিমানবন্দর রেলস্টেশন, তেজগাঁও রেলস্টেশন, ক্যান্টনমেন্ট, ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন)।
‘রেল সেবা’ মোবাইল অ্যাপ ও ইন্টারনেটে ই-টিকিট প্ল্যাটফর্মের মাধ্যমেও সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। প্রতিদিন বিকাল ৪টা পর্যন্ত রেলস্টেশনে টিকিট বিক্রি চলবে।
আরও পড়ুন: পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই
৬, ৭, ৮ ও ৯ জুলাইয়ের টিকিট যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ জুলাই পাওয়া যাবে।
এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ জুলাইয়ের ফিরতি টিকিট যথাক্রমে ৭, ৮, ৯, ১০ ও ১১ জুলাই পাওয়া যাবে।
একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন।
২ বছর আগে